কোনো স্বামী তার স্ত্রীর অগোচরে তার বান্ধবীর সাথে মেসেজ করে ও ফোনে কথা বলে। এটা কি কোনো স্ত্রী মেনে নিতে পারে?

1 Answers   1.5 K

Answered 2 years ago

বাংলাদেশে সমস্যা হলো বিয়ের পর স্বামী এবং স্ত্রী একে অপরকে প্রাইভেট সম্পত্তি বানিয়ে ফেলেন। মানে বিয়ের পর আপনার হাত পা বাঁধা। আপনি পর পুরুষের সাথে কথা বলতে পারবেন না, একা একা বাহিরে যেতে পারবেন না, পুরোনো বন্ধুর সাথে যোগাযোগ করতে পারবেন না। এটাকে বুঝি প্রেম বলে? বিয়ে বলে? তাহলে তো বিয়ে মানে হলো নিজের স্বাধীনতা হাজব্যান্ডের কাছে ইজারা দেয়া।
Raqual
raqual.india
222 Points

Popular Questions