Answered 2 years ago
তখনও হুমায়ুন আহমেদ স্যার এতটা বিখ্যাত হন নি। আমরা যারা বই পড়ুয়া ছিলাম তাঁর লেখা ভালবাসতাম। ১৯৯১ সালের দিকে সিলেট মেডিকেলে আমাদের হোস্টেলের পাশে স্টেডিয়াম ছিলো। সেখানে এমনি এক শীতের সন্ধ্যায় স্বল্প পরিসরে '২১ এর বইমেলা চলছিলো। বইয়ের ক্রেতা খুব কম, অন্ততঃ লন্ডন ম্যানশন মার্কেট বা জিন্দা বাজারের ভিড়ে চ্যাপ্টা হওয়ার চেয়ে বেশ ফাঁকা বই বাজার পেয়ে শীতের বাতাসে ঘুরছিলাম স্টল থেকে স্টলে । ছাত্র মানুষ তাই বাজেট ছিলনা বাড়তি বই কেনার। কিন্তু এক বুকস্টলে হুমায়ুন আহমেদ বসে বই বিক্রি করছেন দেখে লোভ সামলাতে পারলাম না। দাঁড়িয়ে গেলাম তার সামনে, তাঁর হাতের কাছে নতুন প্রকাশ হওয়া হলুদ মলাটের বইয়ের কলাম, "ময়ূরাক্ষী" উপন্যাস টি সম্ভবত। বললেন, কী বই দেবো, বললাম স্যার, যা নতুন এসেছে, তিনি কলামের উপরের বইটি খুলে, ডাক নাম জিজ্ঞেস করলেন, অতপর নীল কালিতে খুব যত্ন করে লিখলেন, ~ সু অনিরুদ্ধসু ~ অটোগ্রাফ।
ক্ষমা চেয়ে নিচ্ছি, সেই অটোগ্রাফ কৃত বইয়ের ছবি দিতে পারছিনা বলে ( মেডিকেলের অজস্র বইয়ের ভিড়ে হারিয়ে গেছে সে বই ) । সে সময় সেল ফোন ছিলনা, একটা সেলফিও তুলতে পারিনি।
কিন্তু মনের ভেতরে ঠিকই রেকর্ড করা আছে সেই দৃশ্য। কোৱা বাংলার প্রশ্নটা দেখে ই চোখের সামনে সেই ঠোঁট চেপে রাখা মানুষটার অটোগ্রাফ চোখে ভাসছে।
talhauddin publisher