কোনো মেয়ের পূর্বে তিন-চারটে বয়ফ্রেন্ড ছিল, এটা জানার পরও কি তাকে মন থেকে ভালোবাসা যাবে?

1 Answers   8 K

Answered 2 years ago

পূর্বে কারো একাধিক সম্পর্ক থাকলেও তাকে ভালোবাসা যেতে পারে। ভালোবাসতে কোন শর্ত লাগেনা। ভালোবাসার ক্ষেত্রে কিংবা পছন্দের ক্ষেত্রে এসব কোনো বাধা নয়। বরং কেউ পূর্বে কোন সম্পর্কে জড়িত ছিল না কিংবা কেউ পূর্বে কারো সাথে ফিজিক্যাল করেনি বলেই আপনি তাকে পছন্দ করবেন, আপনি তার প্রেমে পড়বেন, এরকম চিন্তা ভাবনা যাদের, তাদেরকে আমি ভণ্ড মনে করি।

কাউকে ভালোবাসা কিংবা কাউকে পছন্দ করার ক্ষেত্রে তার পূর্বের ইতিহাস কোন মুখ্য বিষয় নয়। আর পূর্বে কেউ কারো সাথে সম্পর্কে জড়িত হতে পারবে না বা কেউ কারো সাথে প্রেম করতে পারবে না, এগুলো তো অত্যন্ত হাস্যকর বিষয় এবং হাস্যকর চিন্তা। অত্যন্ত সামন্ততান্ত্রিক এবং মধ্যযুগীয় চিন্তা।

Arifa
arifa25
157 Points

Popular Questions