Answered 2 years ago
এক কথায় বলতে পারি না যে, না কোনোই সমস্যা হবে না। আবার ব্যাপারটা যে, স্বাভাবিক নিয়মের মধ্যে পড়ে না। এ কথাও অস্বীকার করা যায় না। আমি নিজে দেখেছি, একজন শিক্ষক, দক্ষ শিক্ষক হিসাবে যাঁর এলাকায় সুনাম ছিল, তিনি তাঁর ছাত্রীকে বিয়ে করেছিলেন,বাচ্চাকাচ্চার বাবা হয়ে সুখে সংসার করেছিলেন। এখন আপনার প্রশ্নকে অনুসরন অর্থাৎ করে যদি বলি কোন সমস্যা হওয়ার কথা নয়, যদি না, উভয়ের মধ্যে কোন চরিত্রগত বিরোধ থাকে। তবে লোকে কিছুদিন ওই নিয়ে ফিসফিস করবেই, সেটা উপেক্ষা করে চলতে পারলেই হল। এই হল ব্যাপার ।
monikaahmed publisher