Answered 3 years ago
প্রশ্নটা ঠিক না, অনেকেই বানায়। যেমন স্যামসাং এর টাইজেন তাদের মোবাইল ডিভাইস এর জন্যে তৈরি একটি নিজস্ব অপারেটিং সিস্টেম । হুয়াওয়ে ও যতদূর শুনেছিলাম নিষেধাজ্ঞা পাওয়ার পর নিজেদের অপারেটিং সিস্টেম বানানোর দিকে মনোযোগ দিয়েছে।
তবে প্রশ্নটির পিছের কারণ বুঝতে পারি।অ্যাপল বিশ্বের সবচেয়ে ভ্যালুয়েবল ব্র্যান্ডগুলোর একটা এবং এদের মার্কেটিং টিম অসাধারণ।ঘড়ির দুনিয়ায় রোলেক্স বা পাটেক ফিলিপ্স, গাড়ির দুনিয়ায় রোলস রয়েস বা বেন্টলি যা, টেকনোলজির দুনিয়ায় অ্যাপল ঠিক তাই হিসেবে নিজেদের তুলে ধরে। তাই তাদের বানানো প্রোডাক্ট বেশি কভারেজ পাবে সেটাই স্বাভাবিক। আর অ্যাপলের একটা জিনিস ভালো সেটা হচ্ছে তাদের ইকোসিস্টেম। ওদের যত বেশি প্রোডাক্ট আপনি ইউজ করবেন, তাদের মধ্যে সিনক্রোনাইজ তত ভালো হবে এবং আপনার দৈনন্দিন কাজ তত সহজ হবে। তাই আইফোন কিনলে মনে হবে অ্যাপল ওয়াচ কিনি, এরপর মনে হবে ম্যাকবুক কিনি, আইম্যাক কিনি। আর তারা তাদের সফটওয়ার এক্সপেরিয়েন্স ডিজাইন ও করে এভাবে যে একবার কেও ইকোসিস্টেমে অভ্যস্ত হয়ে গেলে তার পক্ষে বের হওয়া খুবই কষ্টকর।
তাই প্রশ্নটা হতে পারতো এমন যে অন্য ব্র্যান্ডগুলো অ্যাপলের মত ইকোসিস্টেম কেন বানায় না? উত্তর সহজ, সেটি করার পর সেই ইকোসিস্টেমে কাস্টমারকে আনতে, অভ্যস্ত করতে প্রচুর সময় লাগবে, সেটির জন্যে প্রয়োজনীয় অ্যাপস, প্রোগ্রাম বানানো লাগবে। এরপরও সেটি মানুষ গ্রহণ করবে নাকি সন্দেহ আছে। তাই কোম্পানিগুলোর কাছে এটা একটা বিশাল বাজির মত। অ্যাপল স্মার্টফোন রেভ্যুলুশন এর শুরু থেকেই তাদের ইকোসিস্টেম ডেভেলপ করে আসছে তাই ব্যবহারকারীরা আগে থেকেই অভ্যস্ত হওয়ার সুযোগ পেয়েছে। এখন নতুন করে কেও বানাতে গেলে এটি আত্মঘাতী সিদ্ধান্ত হতে পারে।
Anower publisher