কোনো ব্যবসা শুরু করার কৌশলগুলি কী কী?

1 Answers   9.6 K

Answered 3 years ago

১. আপনাকে অনেক বেশি আগ্রহী হতে নতুন কিছু জানার এবং শেখার। শুধু আগ্রহী হলে চলবেনা আপনি যেগুলো শিখেছেন সে গুলো কিভাবে ব্যাবসায় রূপান্তরিত করা যায় সেই যোগ্যতা থাকা লাগবে।

২. একটা সঠিক পরিকল্পনা থাকতে হবে। আমি ধরে নিলাম আপনি একটা বিষয় খুব ভালো ভাবে শিখেছেন এবং বের করেছেন এটাকে নিয়ে ব্যাবসায় করে আয় করা যাবে। এখন আপনাকে পরিকল্পনা করতে হবে কিভাবে এটাকে ব্যাবসায় দাঁড় করবেন, তাই আপনাকে মার্কেট জরিপ করতে হবে, এই ব্যাবসায় চাহিদা কেমন, এখানে আর কোনো ব্যাবসায়ী আছে নাকি, যদি থাকে কিভাবে তারা আয় করছে, আমি কি এদের সাথে টিকে থাকতে পারবো নাকি, আমার ১ম বছরের লক্ষ্য কি. আমি কি দেখতে চাই আমার এই ব্যাবসায় থেকে ইত্যাদি।

এই পুরো বিষয় প্ল্যান করতে হবে।

৩. আপনাকে SWOT বিশ্লেষণ করার যোগ্যতা থাকতে হবে।

SWOT মানে

Strength /শক্তি : আপনার কি কি বিষয়ে দক্ষ যা অন্যের কাছে নেই।

Weaknesses / দুর্বলতা : আপনার কোথায় দুর্বল দিক এহুল খুঁজে বের করতে হবে।

Opportunities /সুযোগ : এই ব্যাবসায় কি কি সুযোগ আছে এইগুলো খুঁচে বের করে সে গুলোকে কাজে লাগাতে হবে।

Threats /ঝুঁকি : এখানে কি কি ঝুঁকি থাকতে পারে তা আগে থেকেই বের করতে হবে। এগুলো বিশ্লেষণ করে বুঝতে হবে এই ঝুঁকি আপনি কাটাতে পারবেন নাকি।

৪. ধৈর্য

ধৈর্য গুরুত্বপূর্ণ। অনেক সময় ব্যাবসায় মন্দা হতে পারে বা অনেক কারণে ব্যাবসায় লোকসান হতে পারে। এগুলো বিষয়ে আপনাকে অনেক বেশি ধৈর্যশীল হতে হবে। আপনাকে খুঁজে বের করতে হবে কিভাবে আপনি এখন থেকে কাটিয়ে উঠতে পারবেন।

এইসব বিষয়ে আপনাকে ভালো ভাবে জেনে ব্যাবসায় জানতে হবে। বর্তমানে অনলাইন ব্যাবসায় মানে এফিলিয়াতে মার্কেটিং অনেক বেশি জনপ্রিয়। এখন থেকে আমাদের মানুষ মাসে ৫০০০০+ ইনকাম করতে পারে।

তাই আপনি অনলাইন ব্যাবসায় নিজের ঘরে বসে আয় করতে পারেন।

বর্তমানে এই অনলাইন কোর্স ফ্রি কিন্তু কিসুদিন পর ৩৫০০০ টাকা হয়ে যেতে পারে।

Alia Khatun
Alia Khatun
553 Points

Popular Questions