কোনো বাংলাদেশী নাগরিক কি কলকাতায় ফ্ল্যাট কিনতে পারে? বা সেক্ষেত্রে কি নাগরিকত্ব বদলাতে হয়?
0
0
1 Answers
9.2 K
0
Answered
2 years ago
যে কোনো বিদেশী নাগরিক ভারতে যে কোনো ধরনের স্থাবর ও অস্থাবর সম্পত্তি কিনতে পারে। সেক্ষেত্রে আপনার বৈধ পাসপোর্ট দিয়ে সম্পত্তি রেজিস্ট্রি করতে পারেন।
কিন্তু নাগরিকত্ব পাওয়ার ব্যাপারটা সম্পূর্ণ আলাদা। ভারতের নাগরিকত্ব আইন মেনে তবেই নাগরিকত্ব পাবেন। সমস্ত পক্রিয়া সেখানেই হয়। প্রত্যেক দেশের নাগরিকত্ব দেবার উপযুক্ত শর্ত আছে। আর এর জন্যে ভারতের দূতাবাসে যোগাযোগ করুন।
srijon publisher