Answered 3 years ago
বস্তির তাপমাত্রা নির্ভরশীল কয়েকটি অবস্থার উপর। প্রথমত বায়ু চলাচলের রাস্তা আছে কিনা। বস্তিতে যদি বাতাস ঢুকে বেরোতে পারে তাহলে তাপমাত্রা একরকম হবে আর না বেরোতে পারলে আর একরকম তাপমাত্রা হবে। দ্বিতীয়ত, বস্তিতে সূর্যের আলো ঢূকতে পারে কিনা। তৃতীয়ত, ঘরের ঘনত্ব। চতুর্থত, বস্তিবাসীর ঘনত্ব। উদাহরণস্বরূপ বলা যায়, একটি ঘরে যদি কম লোক বাস করে তাহলে তার তাপমাত্রা একরকম হবে আর বেশি লোক বাস করলে তাপমাত্রা আর একরকম হবে। ধন্যবাদ।
hafizkhan publisher