Answered 3 years ago
আসলে ”কুকি” এমন বৃহৎ কিছু নয়, ভয়ানক তথ্য বা বিগডেটা, পাইরেছি, ভাইরাস ইত্যাদি এগুলোর কোনটার সাথেই যায় না।
আর বড় উত্তর দেওয়ার মাধ্যমেও আপনাকে বুঝানোর কিছুই নাই।
সহজ উত্তর: এটি (কুকি) হচ্ছে ক্লায়েন্ট (অর্থাৎ আপনার ব্রাউজার) এবং সার্ভার (অর্থাৎ যে সাইট ভিজিট করছেন) এর মধ্যে যোগসূত্র।
এবার একটু টেকনিক্যালি বিস্তারিত লিখি:
এই কুকি আপনার ব্রাউজার সেশনটি সার্ভারের সাথে রেজিষ্টার করে রাখে কিছু টেক্সট/ভ্যালু এর মাধ্যমে; যাতে করে আপনি সাইটের একটি আইডেন্টিটি পান এবং এর মাধ্যমে আপনাকে সে চিনতে পারে। যেমন করে রোল নং দিয়ে স্কুল/কলেজে আপনাকে সনাক্ত করা হয় তেমনি। সিকিউরিটির খাতিরে এটি সাধারণ সংখ্যাতে না প্রকাশ করে বরং একটু হিজিবিজি টেক্সেটের মাধ্যমে প্রকাশ করা হয় যা শুধুমাত্র উক্ত সার্ভারের কাছে “কী” হিসাবে গণ্য হয়।
উপরের চিত্র দুটিতে কুকিজ এর (প্রথমটিতে) প্রেজেন্টেশন ও (দ্বিতীয়টিতে) টিসিপি কমিউনিকেশন এর মাধ্যমে আসা-যাওয়ার পদ্ধতি দেখানো হয়েছে। এর সাইজ গণনার হিসাবে ৪ কিলোাবইট অর্থাৎ ৪০৯৬ বাইট এর সমান। তাই ডিস্ক স্পেস নিয়ে আতঙ্কিত হবার কোন ব্যাপার নাই। তবে মনে রাখা ভালো বিন্দু বিন্দু জ্বলেই সাগরের উৎপত্তি।
কুকিজ পাঠিয়ে একটি ওয়েব সাইট আপনার কোন ক্ষতি করতে পারে না, তবে কুকি যদি কেউ চুরি করতে পারে তবে সে আপনার আইডেনটিটি ব্যবহার করে আপনার (উক্ত সাইটের ) একাউন্টে সাময়িকভাবে ঢুকতে সক্ষম হবেন (যদিও চান্স ১% এর কাছাকাছি)। এখন এই কুকি আপনি চাইলেই যেকোন সময় মূছে ফেলতে পারেন সেক্ষেত্রে আপনার সেশনটি হারিয়ে যাবে এবং যদি কোন লগ-ইন করা থাকে তবে পুনরায় লগ-ইন করতে হবে।
3rd Party কুকিজ: থার্ডপার্টি কুকিজ সেগুলি যা আপনার এবং ভিজিটকৃত সাইটের মধ্যে ভাগ বসায়। যেমন গুগল এ্যানালাইটিকস্। আপনি দেখতে পাচ্ছেন উপরের চিত্রে _ga=GA.1.2.309….. দ্বারা একটি আইডেন্টিটি পাস হচ্ছে এটি হল থার্ডপার্টি কুকি যা কোয়ারাতে নয় বরং গুগলের সার্ভারে যাচ্ছে। এর মাধ্যমে গুগলও একটি ডেটা কোয়ারার পক্ষ হয়ে সেভ করতেছে যা আপনার ভিজিটকৃত পেজের সংখ্যা ও গতিবিধির উপর লক্ষ্য রাখছে। পরবর্তীতে একটি সুন্দর ভিজ্যুয়ালের মাধ্যমে গুগল (এনালাইটিকস) রিপোর্ট করে কোয়ারাকে প্রদর্শণ করবে।
এই ধরণের থার্ডপার্টি কুকিজ বেশি প্রাইভেসি বিরোধী, কেননা তারা সকল ক্ষেত্রেই মধ্যমণি হিসাবে উপস্থিত থাকে এবং সবার ঘরের খবর জেনে নেয় (বিষয়টা বুঝতে পারছেন বোধ হয়)।
ashikafser publisher