Answered 2 years ago
ভালো কাজ করলে মেয়েরা আকৃষ্ট হয়। যেমন সহজ জীবনযাপন করা। সুন্দর করে কথা বলা। লোভ না করা। মিথ্যা কথা না বলা। ক্ষুধার্থ মানুষকে পেট ভরে খাওয়ালে। অসহায় মানুষকে সহযোগিতা করলে। একজন বেকারকে চাকরী দিলে। অসহায় বাবা মায়ের সন্তানের স্কুলের লেখাপড়ার খরচ বহন করলে। ভালো গুনাবলী থাকলে যে কোনো মেয়েই আকৃষ্ট হবে। যদি আপনি একজন মানবিক মানুষ হোন, সৎ মানুষ হোন, মহৎ মানুষ হোন- তাহলে যে কোনো মেয়েই আপনার প্রতি আকৃষ্ট হবে। তারপর সকলের সাথে ভদ্র ভাবে কথা বললে। গরীব মানুষকে অবহেলা না করলে। মানুষকে সম্মান দিয়ে কথা বললে। ভালো চাকরী করলে। প্রচুর টাকা ইনকাম করলে। এবং একজন হৃদয়বান মানুষ হতে পারলে মেয়েরা খুব সহজেই আকৃষ্ট হয়।
antik publisher