কোনটা মনিটাইজ করা বেশি সহজ ইউটিউব চ্যানেল না ব্লগ?

1 Answers   3.6 K

Answered 3 years ago

সহজ কথায় ব্লগ মনিটাইজেশন করা খুব সহজ। এখানে 10 থেকে 15 টা পোস্ট থাকলে অনায়াসে অ্যাডসেন্সে অ্যাপ্রভাল পাওয়া যায়।

তবে কোন কপিরাইট কনটেন্ট বা ইমেজ থাকা যাবে না।

চাইলে একবার আমার ওয়েবসাইটে ভিজিট করতে পারেন, তাহলে আর্টিকেল, পিকচার এবং ব্লগ সম্পর্কে একটু আইডিয়া পেতে পারেন। JF Anika

এখন আসি পরের কথায়, অনেকেই বলেন যে লং ব্লগ লিখতে হবে তাহলে মনিটাইজেশন পাওয়া যায়। এটা সম্পূর্ণ ভুল আমার অনেক আর্টিকেল ছিল অনেক শর্ট কিন্তু আমি তিন দিনেই এডসেন্স পেয়ে গেছি।

আর যদি আপনি ইউটিউব চ্যানেল মনিটাইজেশন পাওয়ার কথা বলেন তাহলে বলবো অবশ্যই আপনাকে ধৈর্য ধরে সময় নিয়ে কাজ করতে হবে কারণ ইউটিউব মনিটাইজেশন টা একটি লং প্রসেস এর মধ্যে সম্পন্ন হয়।

মনিটাইজেশন অ্যাপ্রভাল পেতে সময় লাগে না। কিন্তু চ্যানেলটাকে মনিটাইজেশন পাওয়ার জন্য রিকোয়ারমেন্ট গুলো ফিলাপ করতে সময় লাগে।


Rohan Ahmed
rohanahmed
524 Points

Popular Questions