Answered 3 years ago
আমার দু’রকমের অভিজ্ঞতাই আছে। নিজে নিজে যেমন বেড়িয়েছি, ট্যুর অপারেটর বা ভ্রমণ এজেন্সির সঙ্গেও দূর সফরের সওয়ারী হয়েছি। উভয়েরই ভাল ও খারাপ অভিজ্ঞতা আছে।
ট্যুর অপারেটরের সঙ্গে যাওয়া
কোনও রকম ভাবনার অবকাশ থাকে না। ট্রেনের টিকিট থেকে হোটেল সংরক্ষণ, স্টেশন থেকে হোটেল যাওয়া কিংবা দ্রষ্টব্যগুলি দেখার জন্য গাড়ি, ট্রেনে উঠে কি খাবেন কিংবা গন্তব্য পৌঁছেই বা কি খাবেন সব ব্যবস্থা ওরাই করে দেবে। আপনার কাজ নির্দিষ্ট সময়ে শুধু আপনার দেয় টাকা দিয়ে যাওয়া। যাঁরা বয়স্ক, একক কোনও মহিলা- এরকম কারও কারও জন্য এই ব্যবস্থাই ভাল।
সময় মতো নিজের সম্প্রদায়ের খাবার খাওয়া যায়। আমি নিজে নেপাল বেড়াতে গিয়ে নাগরকোটে সূর্যোদয় দেখতে দেখতে গরম চায়ের কাপে চুমুক দিয়েছি শুধু ট্যুর অপারেটরদের সঙ্গে গিয়েছিলাম বলে।
অসুস্থ হয়ে পড়লে বা অন্য রকম কোনও বিপদে পড়লে ভয়ের কিছু থাকে না। পাশে থাকার লোক পাওয়া যায়।
একঘেয়ে লাগে না। সবার সঙ্গে হৈ হৈ করে যাওয়ার মজা হয়।অনেক মানুষের সঙ্গে পরিচয় হয়, যা পরবর্তী জীবনে কাজে লাগে। কেউ কেউ ঘনিষ্ঠ বন্ধুও হয়ে ওঠেন।
নিজের স্বাধীনতা থাকে না। ছকে বাঁধা সময়ে সব কিছু শেষ করতে হয়। ভাল না লাগলেও যেমন কোনও কিছু দেখতে হয়, তেমনি কিছু ভাল লেগে গেলেও বেশিক্ষণ দেখার উপায় থাকে না।
প্রতিষ্ঠিত ও বিশ্বাসভাজন ট্যুর অপারেটরের সঙ্গে না গেলে সমস্যা হওয়ার ঝুঁকি থাকে। বহু পর্যটক এই ভাবে টাকা খুইয়েছেন কিংবা ভিন রাজ্য বা বিদেশে গিয়ে বিপদে পড়েছেন এমন ভুঁড়ি ভুঁড়ি উদাহরণ আছে।
নিজে নিজে যাওয়া
যাঁরা চ্যালেঞ্জ নিতে পছ্ন্দ করেন তাঁদের জন্য এটাই সেরা। জুতো সেলাই থেকে চণ্ডী পাঠ সবটা আপনাকেই করতে হয়। তবে আগে থেকে পড়াশুনা, রুট নিয়ে দেখাশোনা, হোটেলের সঙ্গে কথা বলা- এ সব করতে হয় বলে জায়গাটা সম্পর্কে অনেক বেশি জানা হয়ে যায়। এর একটা আলাদা আনন্দ।
অনেক সময় একা একা লাগে। অসুখ-বিসুখ হলে, কোনও বিপদ হলে সাহায্য করার মতো মানুষ পাওয়া যায় না।
যেমন খুশি, যেখানে খুশি, যখন খুশি, যতক্ষণ খুশি বেড়ানো যায়। একটা নমুনা দিই- পণ্ডিচেরী, গোয়া, হাম্পি এ রকম বেশ কয়েকটি জায়গায় গিয়ে আমি বাই-সাইকেল করে ঘুরে বেড়িয়েছি। ভ্রমন এজেন্সির সঙ্গে গেলে এই স্বাধীনতা থাকে না।
আপন খেয়ালে থাকা যায়, বিরক্তিকর সঙ্গ থেকে মুক্ত হয়ে।
যেমন ইচ্ছে খাওয়া যায়। ধরা খাওয়ার মধ্যে না থেকে স্থানীয় ক্যুইজিনের স্বাদ নেওয়া যায়। এই তো মহারাষ্ট্রের গনপতিপুলে গিয়ে আমি মালবান রান্না চেখে এলাম। তেমনটা কি ট্যুর অপারেটর দিতে পারত। পারলেও সবার কি সেটা খেতে ইচ্ছে করত!
ঠকার ভয় থাকে না।
আমি ভাল ও খারাপ সবই বললাম। এবার আপনি ভেবে দেখুন।
rahdulislam publisher