কে এই আরিফ আজাদ? যার লেখা বই পড়ে হাজারো যুবক দ্বীনের পথে এসেছে। তার কোন ছবি দেখাতে পারবেন?

1 Answers   8.5 K

Answered 2 years ago

আরিফ আজাদ বাংলাদেশের একজন ইসলামিক অনলাইন এক্টিভিস্ট। তিনি অনলাইনে ধর্মভিত্তিক মোটিভেশনাল লেখালেখির জন্য বিখ্যাত হন। পরে প্যারাডক্সিকাল সাজিদ নামে একটি বই লিখে বিপুল জনপ্রিয়তা লাভ করেন। তবে তার অনেক সমালোচনাও আছে। বিশেষ করে নাস্তিক্যবাদীদের ব্যাপক সমালোচনার ফলে তার বইগুলো ধর্মপ্রাণ মুসলমানদের মধ্যে ব্যাপকভাবে জনপ্রিয়তা পায়।

    আরিফ আজাদ একজন লেখক এবং সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভিস্ট। ২০১৭ সালে 'প্যারাডক্সিক্যাল সাজিদ' বইয়ের মাধ্যমে লেখালেখির জগতে প্রবেশ করেন। লিখেন বিশ্বাসের কথা, চূর্ণ করেন অবিশ্বাসের আয়না। লেখালেখির পাশাপাশি তিনি ঘুরতে এবং বই পড়তে পছন্দ করেন।

আরিফ আজাদের ওয়েবসাইটে তার পরিচয় এভাবেই বর্ণিত আছে—

লুসাই পাহাড় বেয়ে এঁকেবেঁকে নেমে আসা অপরূপ নদী কর্ণফুলির অঞ্চল থেকে উঠে আসা একজন লেখক— আরিফ আজাদ। সত্যের পেছনে নিরন্তর ছুটবার অদম্য নেশা থেকে সাংবাদিক হতে চেয়েছিলেন, কিন্তু জীবন তাঁকে টেনে এনেছে লেখালেখির জগতে। সাংবাদিক হওয়ার স্বপ্ন পূরণ হয়নি, কিন্তু সত্য এবং সুন্দরে তাঁর যে সবিস্ময় মুগ্ধতা, সেই মুগ্ধতার ঘোর তাঁকে নিয়ে এসেছে সত্য তুলে ধরবার এমন এক দুনিয়ায়— যেখানে দাঁড়িয়ে তিনি মিথ্যের কুয়াশাকে মুছে দিতে চান ভোরের ঝলমলে আলো দিয়ে।

আরিফ আজাদ লেখালেখির জগতে পদার্পণ করেন ‘প্যারাডক্সিক্যাল সাজিদ’ লিখে। তার পরের ইতিহাসকে যদি একশব্দে তুলে ধরতে হয়, তবে বলতে হবে— অবিশ্বাস্য! বাংলা সাহিত্যের ইতিহাসে প্রথম বই দিয়ে যে ক’জন লেখক বাজিমাত করেছেন, আরিফ আজাদ নিঃসন্দেহে তাদের মধ্যে অগ্রগণ্য। যেন তিনি ইতিহাসের সেই বীর যিনি ‘এলেন, দেখলেন আর জয় করে নিলেন’।

লেখকের সেই কলম এখনও সমানতালে বহমান। ‘আরজ আলী সমীপে’, ‘প্যারাডক্সিক্যাল সাজিদ-২’, পাঠকনন্দিত ‘বেলা ফুরাবার আগে’, ‘জীবন যেখানে যেমন’, ‘নবি জীবনের গল্প’ এবং সর্বশেষ ‘এবার ভিন্ন কিছু হোক’ লিখে তিনি জানান দিয়েছেন— বাংলা সাহিত্যে উড়ে এসে জুড়ে বসা কোন চরিত্র তিনি নন।

সংসার, পড়াশুনা আর লেখালেখি ঘিরে লেখকের বেশিরভাগ সময় কাটে। পছন্দ করেন ঘুরাঘুরি, বৃষ্টি এবং অকূল সমুদ্র।

অর্থাৎ বোঝা যাচ্ছে যে তিনি চট্টগ্রাম অঞ্চলের বাসিন্দা। এই অঞ্চলের মুসলমানদের মধ্যে ধর্মীয় চেতনা অন্য অঞ্চলের তুলনায় বেশ প্রখর। এই সামাজিক আবহ নিঃসন্দেহে আরিফ আজাদের জীবনকেও প্রভাবিত করেছে।

আরিফ আজাদ ছবি তুলেন না। যতদূর জানি তিনি বইমেলার সময় সেখানে যান এবং মানুষের সাথে সাক্ষাতও করেন, কিন্তু ছবি তুলেন না। তার ছবি নিয়ে আমার কোনো আগ্রহও নেই। একবার তার একটা ফেসবুক স্টাটাসে এক যুবক সম্পর্কে লিখেছিলেন, তার সাথে আরিফ আজাদের নাকি অনেক বেশি সাদৃশ্য আছে। প্রোফাইলে গিয়ে দেখলাম সেই ভাই আমার ফ্রেন্ডলিস্টে আছেন, তবুও তার কাছে আমি আরিফ আজাদ সম্পর্কে কিছু জানতে চাইনি। তাকে নিয়ে আমার ব্যক্তিগত কোনো আগ্রহ নেই। কোটা সংস্কার আন্দলোনের সময় তিনি আমাদের সমর্থন দিয়েছিলেন। এজন্য তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। সেসময় তার মতো জনপ্রিয় লেখকের সমর্থন দরকার ছিল।

জনপ্রিয় সাহিত্যিক আনিসুল হক এক লাইভে বলেছিলেন, তিনি শুনেছেন বাস্তবে আরিফ আজাদ নামে নাকি কেউ নেই। এটি একটি ছদ্মনাম বলে তিনি শুনেছেন।

    ‘আরিফ আজাদের বই এতো চলে কেন? আত্ন-উন্নয়নমূলক এতো বিক্রি হচ্ছে কেন? এসব নিয়ে বেশ ক্ষুদ্ধ কিছু মানুষ। আমার কথা হচ্ছে, আপনার সমস্যা কি? আপনার টাকা দিয়ে কিনে তারা এসব বই? আর আপনার রুচি সেরা রুচি এ সনদ আপনাকে কে দিল? আপনার বই কেউ কিনেনা বা আপনার পছন্দমতো বই কেনা হয়না এর দায় আরিফ আজাদদের ওপর কেন?
    স্টপ দিস ননসেন্স!’

    -অধ্যাপক ড. আসিফ নজরুল

Zahir Ahmed
zahirahmed
335 Points

Popular Questions