Answered 2 years ago
এমন মেয়েকে বিয়ে করতে চাই:
* যে আমাকে সত্যিকার অর্থে ভালোবাসবে, আমাকে বুঝবে, জানবে।
* যে আমার কাজে-কর্মে, জীবনের প্রতিটি ক্ষেত্রে বুদ্ধি পরামর্শ দিয়ে সহায়তা করবে।
* যার কাছে আমি আমার সব সুখ দুঃখ ভাগাভাগি করতে পারব।
* সম্পর্কের প্রতি সৎ, বিশ্বস্ত হবে।
* যার সাথে পারস্পরিক বোঝাপড়ার মাধ্যমে সুন্দরভাবে বিবাহিত জীবন অতিবাহিত করতে পারব।
এর সাথে আরও কিছু:
* আমি যেহেতু মাস্টার্স পাশ, তাই আমি চাই আমার স্ত্রীও ভালো কোন বিশ্ববিদ্যালয় (পাবলিক/প্রাইভেট) হতে অন্তত অনার্স পাশ হোক, মাস্টার্স হলে আরও ভালো।
* তার সাথে আমার বয়সের পার্থক্য সমবয়সী থেকে সর্বোচ্চ চার বছর, খুব বেশি হলে পাঁচ বছর। তবে দুই থেকে চার এর মধ্যে হলে ভালো হয়। (২০২২ সালে আমার বয়স ২৯)
অযোগ্যতা:
* চট্টগ্রাম এবং সিলেটের মেয়ে বিয়ে করতে চাই না। কারণ তারা নিজেদের জেলার বাইরে বিয়ে করেন না সাধারণত।
* কোন ধরনের গোঁড়ামি থাকলে হবে না (ধর্মীয় এবং রাজনৈতিক)
tithikhatun publisher