কেন FeS, Fe(OH) 2 থেকে কম দ্রবণীয়?

1 Answers   11.6 K

Answered 3 years ago

Fe2+ এর ইলেকট্রন বিন্যাস লক্ষ্য করলে আমরা দেখতে পাই এর সর্বশেষ কক্ষপথের d অরবিটালে মোট ৬ টি ইলেকট্রন বিদ্যমান।

আবার Fe3+ এর ইলেকট্রন বিন্যাস লক্ষ্য করলে আমরা দেখতে পাই এর সর্বশেষ কক্ষপথের d অরবিটালে মোট ৫ টি ইলেকট্রন বিদ্যমান। অর্থাৎ ৩ টি ইলেকট্রন ত্যাগ করে Fe3+ আয়নে পরিণত হয়।

আমরা জানি অর্ধপূর্ণ ও ইলেকট্রণ দ্বারা পূর্ণ অরবিটাল গুলো অধিক স্হিতি বা সুস্হিত হয়।

d অরবিটাল এ মোট ইলেকট্রন থাকতে পারে ১০ টি।এর অর্ধপূর্ণ অবস্হান ৫ টি ইলেকট্রন আর Fe3+ এ মোট ৫ টি ইলেকট্রণ বিদ্যমান।

তাই Fe3+ আয়ন অধিক সুস্হিত।

Abu Jahid
abujahid
359 Points

Popular Questions