কেন ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় ৭টি রাজ্য (সাত বোন/সেভেন সিস্টার্স) বাংলাদেশের অন্তর্ভুক্ত না হয়ে ভারতের অন্তর্ভুক্ত হল?
14
0
1 Answers
7.5 K
0
Answered
2 years ago
১৯৪৭ সালের দেশভাগটা ধর্মের ভিত্তিতে করা হয়েছিল। বাংলাদেশের অধিকাংশ মানুষ মুসলিম হওয়ায় তা পাকিস্তানের ভাগে পরে। এরপরে ১৯৭১ সালে বাংলাদেশ পাকিস্তান থেকে স্বাধীনতা অর্জন করে। এরপরে দুই বাংলার আর এক হয়ে ওঠা হয়নি।
dilipkumar publisher