Answered 3 years ago
১। বিলিওয়নিয়ার হওয়ার জন্যঃ যদি কেউ বিলিয়ন ডলার এর মালিক হতে চায় তাহলে ব্যাবসা হচ্ছে এক মাত্র উপায়। ব্যাবসা করার মানে হচ্ছে আপনার কর্মীদের ইনকামের টাকার ভাগ মাস শেষে আপনার পকেটে আসবে। আর কর্মী যত বেশী, টাকাও তত বেশী। চাকরী করে বা রাজনীতি করে আপনি হয়ত ভালো ইনকাম করতে পারেন তবে সেটা দিয়ে বিলিয়ন ডলার এর মালিক হওয়া সম্ভব নয়।
দয়া করে উগা*ন্ডার রাজনিতিবিদ দের কথা বলবেন না, যারা শুধু মাত্র রাজনিতি করেই সুইস ব্যাংক এ হাজার হাজার ডলার পাচার করে, বিলিয়ন ডলার এর মালিক হয়ে গেছেন। বা উগান্ডার আমলাদের কথা মনে করবেন না, যারা একটী বালিশ টানা-টানি করে কয়েক লাখ টাকা পারিশ্রমিক পান।
আপনি যদি সৎ ভাবে বিলিয়ন ডলার এর মালিক হতে চান তবে ব্যাবসা ছাড়া গতি নেই।
০২।। সাবলম্বী হওয়ার জন্যঃ যদি আপনি নিজের পায়ে দ্বারাতে চান মানে নিজের খরচ নিজে বহন করতে চান, তাহলে ব্যাবসা করা যেতে পারে। তবে চাকরী করে বা বিভিন্ন আন-এথিক্যাল কাজের মাধ্যমেও নিজের খরচ বহন করা সম্ভব। পার্থক্য হচ্ছে ব্যাবসা করলে আপনার বস থাকছে না কেউ, আপনি নিজের সিদ্ধান্ত নিজে নিতে পারছেন আর নিজের স্বপ্ন পুরনে কাজ করে যাচ্ছেন। সে জন্য ব্যাবসা করতে পারেন।
০৩। ম্যাস পিপল কে সহয়তা করাঃ যদি আপনি অনেক মানুষ কে সহয়তা করতে চান, তাহলে তাদের কর্মসংস্থান এর ব্যাবস্থা করে দিতে পারেন। একজন মানুষের চাকরী দেয়ার মানে হচ্ছে আপনি একজন বেকার কে বেকারত্ব থেকে মুক্তি দিচ্ছেন, একটা পরিবার কে চিন্তা মুক্ত করছেন, পরক্ষ ভাবে একটি সমাজের উন্নতি করছেন। এভাবে যদি আপনি ১০০ জনের চাকরীর ব্যাবস্থা করতে পারেন তাহলে ১০০টা পরিবার কে সাহায্য করছেন। আর কর্ম-সংস্থান তৈরি করতে ব্যাবসা এর বিকল্প নেই।
০৪। স্বপ্ন পুরোন করাঃ যদি নিজের কোন স্বপ্ন থাকে, হতে পারে কোন বৃদ্ধাশ্রম দেয়া, অথবা কোন বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা সে জন্য আপনার দরকার প্রচুর জনবল, লিংক-আপ আর ম্যানেজিং দক্ষতা। এই সব কিছুই পেতে পারেন শুধু মাত্র ব্যাবসা এর মাধ্যমে।
এর বাইরে ব্যাবসা এর জন্য অনেক কারন থাকতে পারে। ব্যাক্তি বিশেষে ভ্যারি করে। যেমন কেউ হয়ত গার্ল-ফ্রেন্ড এর স্বপ্ন পুরনে ব্যাবসা করতে পারে, আবার কেউ গার্ল-ফ্রেন্ড এর উপর শোধ নেয়ার জন্য ব্যাবসা করতে পারে। কেউ হয়ত ফ্যামিলি এর ব্যাবসার দায়িত্ব নিতে পারে।
নিজস্ব প্রচরনাঃ
যদি অনলাইন এ ব্যাবসা করতে চান তাহলে শুরু থেকে আপনাকে ভালো করে প্ল্যান করে আগাতে হবে। প্রি-প্ল্যান, প্রি-চেইক, ডোমেইন-হোস্টিং, সাইটা ডিজাইন সহ অনেক কিছু। টেকনিক্যাল এই সব ব্যাপার নিয়ে নিয়মিত আমরা ভিডিও টিউটোরিয়াল পোস্ট করেছি। আপনাদের জন্য এখানে একটা স্যাম্পল ভিডিও দিয়ে দেয়া হলো।
jahidulislam06 publisher