কেন নটর ডেম কলেজ থেকে বিভিন্ন ভার্সিটিতে মেডিকেলে বেশি সুযোগ পায় অন্যান্য কলেজের তুলনায়? তাদের সুযোগ পাওয়ার পেছনে রহস্যটা কী? তাদের পড়াশোনার ধরন কিরকম?

1 Answers   3 K

Answered 3 years ago

খুব সহজ কথা , নটরডেমে দেশের সেরা ছেলেরাই পড়তে যায়।শুধু মেধাবীরা যায় বলেই ভালো করে এমন না,এখানে ১৩০০ এর মধ্যে ১২০০ না পেলে সিট পাওয়া যায় না, আমার নিজের মার্ক ছিল 1155 তার উপর আমার গোল্ডেন ও ছিল না ।গোল্ডেন না থাকাটা তাদের কাছে মনে হয় বড় কোন পাপের সমতুল্য, আমি ঠিক জানি না । তাই তাদের নেওয়া ভর্তি পরীক্ষায় আমি ৬০ এ ৫৮ এর মতো পেয়েও আমার চান্স হয় নি । ভাইভা থেকে আমাকে আউট করে দেওয়া হয়েছিল ।

হ্যাঁ, নটরডেমে আমি পড়তে পারি নি তাই বলে আমার জীবন কিন্তু থেমে যায় নি । এখন নটরডেম থেকে পাশ করে আসা ছেলেরাও আমার সাথে একই মেডিকেলে পড়তেছে ।

আর যেটা, বন্ধুদের থেকে শুনেছি শিক্ষকরা আসলেই ক্লাসে ভালো পড়ায়, ক্লাসে পড়ায় না, কিন্তু প্রাইভেটে -এ ম্যাথের বস এমন শিক্ষকদের সংখ্যা এখানে খুবই কম।আর, যখন একটা কলেজ ভর্তি পরীক্ষা এবং মার্কের উপর ডিপেন্ড করে স্টুডেন্ট সিলেক্ট করবে তখন তাদের সাফল্যের হার এমনিতেই বেড়ে যাবে ।

ঠিক একই কারনে সৈয়দপুর সরকারি বিজ্ঞান কলেজ ও একইরকম সারা ফেলেছে ।

Niloy Shek
niloyshek
330 Points

Popular Questions