Answered 2 years ago
আজকালের ছেলেরা নিজের মা-বাবাকে এটা বোঝাতে পারছে না যে আজকের পরিস্থিতি খুব খারাপ চলছে এবং বাজারে কোন চাকরি পাওয়া যায় না, ঠিকা কাজ পাওয়াও অত্যন্ত কষ্টকর কারণ সরকার বেকারত্ব লাঘবের জন্য সরকার কোনরকম পরিকল্পনা করছে না।
বাবা মা মনে করে আগের থেকে এবার দিনকাল অনেক ভালো এলো। লোকের কাছে আরো বেশি টাকা আছে।
ছেলেরা এটা মানতে চায় না যে সে নিজে অদক্ষ এই জন্য কাজ পায়নি।
বাবা-মা বলার চেষ্টা করে তুই অলস ওই জন্য চাকরি করতে বেরোচ্ছিস না। প্রতিটা ঘরের ছেলেদের মানসিক চাপ প্রচুর বেড়ে গেছে। যারা একটু মানসিক দুর্বল তারা সুইসাইডের দিকে আগাতে পারে এটা স্বাভাবিক।
আসলে আমাদের ভোগবাদী সংস্কৃতি মানুষের মানসিকতা এমনভাবে পাল্টে দিয়েছে যে তারা যে দারিদ্রতা জীবন যাপন করছে, সেটা প্রকাশ করতে চায় না। তারা এক সপ্তাহ পান্তা ভাত খেয়ে দিন কাটাচ্ছে সেটা লুকিয়ে একদিন যখন ফুচকা খাওয়ার সুযোগ পায় সেটা ছবি তুলে ফেসবুকে দিয়ে দেয়। সেই কারণে মানুষ নিজের দুঃখের কথা খুলে বলবে এই প্রবণতা খুব কমে গেছে। এইজন্য বেকারত্বের কথা কেউ তোলে না।।
-কৌশিক ধর, ত্রিপুরা।
Bijoy publisher