কেন উন্নত দেশে শৌচাগারে শুধু টিস্যু ব্যবহার করা হয়?

1 Answers   14.5 K

Answered 2 years ago

বেশিরভাগ উন্নত দেশেই প্রচন্ড ঠান্ডা পরে। এই ঠান্ডায় যদি পানি ব্যাবহার করে তাহলে হাইপোথার্মিয়া হয়ে মানুষ মারা যেতেও পারে। আর গরম পানি ব্যাবহার করেনা কারণ মলদ্বার খুবই সেনসেটিভ। কুসুম গরম পানি যেটা আমরা শরীরে ঢালতে পারি সেটা মলদ্বারে ঢাললে মনে হয় যেন চামড়া পুড়ে যাচ্ছে। তাদের আরেকটা সুবিধা হচ্ছে প্রচুর মাংস ভিত্তিক খাবার খাওয়ার কারণে তাদের মল শুকনো আর শক্ত হয় ফলে টিস্যু ব্যাবহার করাটাই যথেষ্ট হয়। আমাদের মতো নরম আর তরল জাতীয় খাদ্যভ্যাস হলে তারাও আমাদের মতো পানি ব্যাবহার করতে বাধ্য হতো।

Nadim Rayhan
nadimrayhan
486 Points

Popular Questions