কেন আপনি ফেসবুক ছেড়েছেন, পরবর্তী অভিজ্ঞতা জানাবেন কি?

1 Answers   10.7 K

Answered 3 years ago

সবে একাদশ শ্রেণিতে ভর্তি হয়েছি। পুরো ক্লাসের সবার হাতে ফোন আর সবাই ফেসবুকে সচল, আমি বাদে। কারণ মা- য়ের কড়া বার্তা কলেজে ঢুকে তবেই ফোন পাবে। আমিও কখনও চাইনি। তারপর উচ্চমাধ্যমিক দিয়ে হাতে ফোন পেলাম।

২০১৬ সালের মে মাস নাগাদ ফেসবুক খুলি আমি।সাথে সাথে পুরো পরিবারে যারা ফেসবুক করত তাদের অনুরোধ পাঠাই। আমি কখনোই আজানা কাউকে নিজের প্রফাইলে অ্যাড করতাম না।

কিন্তু সত্যি বলছি ৫-৬ মাস পর থেকে ফেসবুকের প্রতি বিতৃষ্ণা আসা শুরু হল। কারণগুলি হল--

পড়াশোনায় ব্যাঘাত ঘটছিল।

মাত্রাছাড়া আসক্তি চলে এসেছিল।

নিজের ব্যক্তিগত জীবন প্রকাশ্যে আনা পছন্দ করি না। কোন অনুষ্ঠানে বা সিনেমা দেখতে গেলে বন্ধুদের ক্ষণিক ক্ষণিক আপডেট দিত। এটা আমার বড্ড বিরক্ত লাগত। নিজের বলে কিছু ছিল না ওদের। সবকিছুই ফেসবুকে আপডেট হচ্ছে।

একদিন রাতে ভাবলাম এত্ত ফেসবুক ফ্রেন্ড,কিন্তু বিপদে তো নিজের লোকরাই ছিল।

এতকিছু ভেবে সিদ্বান্ত নিলাম দুর এসব থেকে দুরে থাকাই মঙ্গল। ২০১৭ র জানুয়ারী মাসে নিজের ফেসবুক অ্যাকাউন্ট পুরোপরি বন্ধ করে দেই।

সত্যি বলছি আজ অবধি একবারও মনে হয়নি ফেসবুক আবার খুলি।

ভুল আমারই ছিল যে আমি নিজেকে দমন করতে পারিনি তাই ফেসবুক করা খারাপ একথা কখনোই বলব না।


Deloar Mahmud
Deloar Mahmud
647 Points

Popular Questions