কেন অনেকের মনে হয় অন্যজনের স্ত্রী/প্রেমিকা বেশি সুন্দর। শুধু অন্যজনের জিনিস বেশি সুন্দর মনে হয় কেন?

1 Answers   11.7 K

Answered 2 years ago

নতুন জিনিসের প্রতি মানুষের আগ্রহ বেশি।মানুষ যা পায় তাতে সে কখনোই সন্তুষ্ট হয় না।মানুষের চাহিদা অসীম। আর যৌন চাহিদা তো মোটামুটি সকলেই সমানভাবে অনুভব করে।মানুষের সাধারন প্রবৃত্তি হচ্ছে মানুষ তৃপ্তি পেতে চায়।নিজের স্ত্রী এবং প্রেমিকার সাথে যেহেতু তাকে সারাদিন বসবাস করতে হয়,তারমানে তার প্রেমিকা ও বৌ সম্পর্কে সে পুরোপুরি ওয়াকিবহাল এবং জানাশোনা।সঙ্গত কারণেই সে নতুনত্ব খোঁজে। আর নিজের বউয়ের মধ্যে যা সে পায় না তা সে খুঁজে পায় পরনারীর মধ্যে।যার জন্যই অনেককে পরনারীতে আসক্ত হতে দেখা যায়।

Raju  Ahmed
raju007
469 Points

Popular Questions