Answered 2 years ago
একা ছেড়ে দিতে বলা মানে তাকে নিজের মতন থাকতে দেওয়া। অনেক সময়ই দেখা যায়, কোন মানুষ উদ্বেগে (anxiety) ভুগছে। অনেক আজে বাজে দুশ্চিন্তা করছে। তার আত্মীয় রা তখন তাকে বকাবকি করে। কিসের চিন্তা! নাটক করছে ইত্যাদি। এতে কিন্তু রোগীর ক্ষতি হয়। বুঝতে হবে তার কষ্ট হচ্ছে, এবং সহানুভূতি ও সান্ত্বনা দিতে হবে।
Sagor Ahmed publisher