Answered 2 years ago
কেউ মেসেজের রিপ্লাই দিতে দেরি করলে অপেক্ষা করুন। এমনও হতে পারে মানুষটি হয়তো ব্যস্ত। এমনও হতে পারে মেসেজ সিন করেছে; কিন্তু রিপ্লাই দিচ্ছে না। তখনও অবশ্যই অপেক্ষা করুন। কারণ মেসেজ সিন করলেও অনেক সময় রিপ্লাই দেয়া সম্ভব হয়ে ওঠেনা। মানুষটি ব্যস্ত থাকতে পারে তখনও। কাজেই অপেক্ষা করুন।
তবে অপেক্ষার সময়সীমা যদি অতিক্রান্ত হয়ে যায়, তারপরও যদি কোন রিপ্লাই না পান, তাহলে যা বোঝার বুঝে নিন। অর্থাৎ তাকে আর বিরক্ত না করাই শ্রেয়।
anikabanu publisher