Answered 2 years ago
শরীয়ত অনুযায়ী ওজন বাড়ানোর টিপস।
খেজুরের সাথে শসা খাওয়া
এসম্পর্কে দুটি হাদীস দেখুন,
(১)‘আয়িশাহ (রাঃ) বর্ণনা করেছেন তিনি বলেন,আমার মায়ের ইচ্ছা ছিল আমাকে স্বাস্থ্যবতী বানিয়ে রাসূলুল্লাহ(সাঃ)-এর নিকট পাঠাবেন। এজন্য তিনি অনেক ব্যবস্থা গ্রহণ করেন, কিন্তু কোন ফল হয়নি। শেষে তিনি আমাকে পাকা খেজুরের সাথে শসা বা খিরা খাওয়াতে থাকলে আমি তাতে উত্তমরূপে স্বাস্থ্যের অধিকারী হই।
(সুনানে আবু দাউদ, হাদিস নং ৩৯০৩ হাদিসের মান: সহিহ)
(২)আয়িশাহ (রাঃ) বর্ণনা করেছেন আমার মা আমাকে রাসূলুল্লাহ(সাঃ)এর সংসারে পাঠাতে চাচ্ছিলেন বিধায় আমার দৈহিক
পরিপুষ্টির জন্য চিকিৎসা করাতেন। কিন্তু তা কোন উপকারে আসলো না। অবশেষে আমি তাজা খেজুরের সাথে শসা মিশিয়ে খেলাম এবং উত্তমরুপে দৈহিক পরিপুস্টি লাভ করলাম। (আবু দাউদ,হাদিস নংঃ৩৩২৪)
এতক্ষণে মাথায় প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। তা হলো, ডাক্তররা তো স্বাস্থ্য কমাতে শসা খাওয়ার নির্দেশ দেয়!?
আমি বলি, এত প্রশ্নউত্তরের কি আছে?
যেখানে খেজুর আর শসা একসঙ্গে খাওয়া সুন্নাহ!!
আবদুল্লাহ ইবনু জাফর (রাঃ) বর্ণনা করেছেন। তিনি বলেন, নবী (সাঃ) শসা খেজুরের সাথে একত্রে খেতেন।
(সহীহ্, ইবনু মা-জাহঃ৩৩২৫)
শরীর সুস্থ এবং স্বাভাবিক রাখতে,খেজুর আর শসা নরমাল ওয়েতেই খান এর জন্য তেমন বিশেষ কোনো নিয়ম পদ্ধতি জানা নাই।
যারা বেশি চিকন তারা ট্রাই করে দেখতে পারেন।আমাকে জানাতে ভুলবেন না কিন্তু।
রাসুলের স: সুন্নাকে আকঁড়ে ধরি।
বেশি বেশি খিজুর খেয়ে মোটা হই।
জাযাকাল্লাহু খায়রান।
belaluddin publisher