Answered 2 years ago
মধ্যমা আঙুল শুনে আমার একটা ঘটনার কথা মনে পড়ল। আমি তখন ফারাক্কাতে। সেদিন দুপুরের রান্না তাড়াতাড়ি শেষ হয়ে যাওয়াতে ভাবলাম পাশের এক বান্ধবীর বাড়ী ঘুরে আসি। আমাদের গলির প্রথম বাড়ীটাই ওদের। ডুপ্লেক্স বাড়ী। বান্ধবীর শ্বশুর শাশুড়ী কোলকাতা থেকে এসেছেন..তাঁদের সাথেও পরিচয় হয়ে যাবে।
গেলাম। ড্রইংরুমে বসে গল্পগুজব চলছিল। মাসীমার সাথে আলাপ হল। অনেক কিছু খেলাম টেলাম। একটু পর দেখি একজন বয়স্ক ভদ্রলোক গম্ভীরমুখে সিঁড়ি বেয়ে ওপরতলায় যাচ্ছেন। বান্ধবী ওনাকে ডেকে বলল…বাবা, এই হলো বিজয়া, আমার বান্ধবী। আমাদের গলির চার নম্বর বাড়ীতে থাকে।
আমি মেসোমশাইকে প্রণাম করব বলে কাছে গেলাম। উনি তড়িঘড়ি আরেক সিঁড়ি ওপরে উঠে বেশ রুষ্ট হয়ে আমাকে ওনার মাধ্যমা আঙুলটি দেখালেন। আমি হকচকিয়ে গেলাম। ভাবলাম ভদ্রলোক অমন করলেন কেন ? উনি কি প্রণাম নেন না ? তারপর ভাল করে চেয়ে দেখলাম ওনার আঙুলের ডগাতে কি যেন একটা লাগানো। আমি তো কিছুই বুঝতে পারলাম না। তখন মাসীমা এগিয়ে এসে বললেন…বিজয়া চলে এসো। তোমার মেসোমশাই বাথরুমে যাচ্ছেন। ওনার খুব কনস্টিপেশন তো তাই আঙুলে করে ভেসেলিন নিয়ে যাচ্ছেন যাতে ব্যাপারটা স্মুদলি বেরিয়ে যায়। ভেসেলিন ছাড়া ওনার ক্লিয়ার হয়না গো। কি যে মুশকিলে পড়ছেন উনি।
তাই কেউ যদি আমায় মধ্যমা আঙুল দেখায় তাহলে বেচারাকে আমি একটা ভেসেলিন উপহার দেবো আর প্রার্থনা করব যাতে ওরও স্মুদলি বেরিয়ে যায়।
hafizasultana publisher