কুরু রোগ কেন হয়? কুরু রোগের লক্ষণ ও প্রতিরোধের উপায়গুলো কী কী?

1 Answers   7.8 K

Answered 2 years ago

এটি একটি বিরল অসুখ

কুরু রোগটি ট্রান্সমিসিবল স্পঞ্জিফর্ম এনসেফালোপ্যাথিস (টিএসই) নামে পরিচিত ।

,এটি প্রিওন ডিজিজ নামেও পরিচিত।

এটি প্রধানত সেরিবেলামকে প্রভাবিত করে। এই অংশটি শারীরিক সমন্বয় এবং ভারসাম্যের জন্য দায়ী।

প্রিয়ন নামক একটি অস্বাভাবিক প্রোটিনের কারণে কুরু হয়। এই অস্বাভাবিক প্রোটিনগুলি মস্তিষ্কে বৃদ্ধি পায় এবং মস্তিষ্কের কার্যক্ষমতায় বাধা দেয়।

**নিউ গিনি তে ফোর আদিবাসী রা মৃত মানুষের মাথা ওরা খেতো , এটা ওদের একটা ধর্মীয় সংস্কার এটা থেকে এই রোগের প্রকাশ ঘটে, ওখানে এই প্রথা এখন বন্ধ করে দেওয়া হয়েছে।।

**রোগটির লক্ষন গুলি---

হাঁটতে চলতে অসুবিধা।

খাদ গ্রহণ করতে সমস্যা।

হ্যালুসিনেশন।

আচরণগত পরিবর্তন।

পেশী কাঁপা ও আড়ষ্টতা

বোঝার অক্ষমতা।

হঠাৎ হাসি বা কেঁদে ফেলা।

**প্রতিকার-- এই অসুখের তেমন কোনো সফল চিকিৎসা নেই।

নিউরোলজিস্ট এর পরামর্শ নিতে হবে।।

Aysha Ritu
aysharitu
122 Points

Popular Questions