কী ব্যবসা করলে ভালো লাভ হবে?

1 Answers   2.5 K

Answered 3 years ago

বর্তমান সময়ে অল্প টাকায় বেশি লাভজনক ব্যবসা হচ্ছে ডিজিটাল পণ্য এবং সেবার ব্যবসা, বেশ কিছু কারণের মধ্যে সবথেকে অন্যতম কারণ হচ্ছে এই ব্যবসায় উৎপাদন খরচ কম এবং পণ্য ডেলিভারি দেওয়ার খরচ এক দম শুন্য।

আর এর কারনে আপনার প্রফিট এর মার্জিন অনেক বেশী হয়ে থাকে, আর আপনি যত বেশি প্রফিট এর মার্জিন উপভোগ করতে পারবেন ততোই বেশি মুনাফা করতে পারবেন।

উদাহরন হিসাবে -

গ্রাফিক্স ডিজাইন

এনিমেশন ডিজাইন

ভিডিও প্রোডাকশন

ফটোগ্রাফি

ওয়েবসাইট ডিজাইন এন্ড ডেভেলপমেন্ট

আর্টিকেল এবং ইনফোগ্রাফিক্স

সফটওয়্যার ডিজাইন এবং ডেভেলপমেন্ট

ই-বুক

ডাউনলোড করা যায় এমন মিউজিক

স্ট্রিমিং মিডিয়া

ভিডিও টিউটোরিয়াল

অনলাইন গেমস

মোবাইল অ্যাপস

ইন্টারনেট কুপন এবং ইলেকট্রনিক টিকিট

ডিজিটাল মার্কেটিং এবং সেলিং

ইত্যাদি আরো অনেক ডিজিটাল পণ্যের বিজনেস আছে, এই সমস্ত ব্যবসা গুলো শুরু করা যথেষ্ট সহজ এবং বিনিয়োগ একেবারেই অল্প করতে হয়।

ব্যবসায় লাভ করতে গেলে ব্যবসার হিসাব নিকাশ কিছুটা বুঝতে হবে যেমন ব্যবসায় দুই ধরনের খরচ খুব গুরুত্বপূর্ণ খরচ (যে যত ভালোভাবে এবং দ্রুত তার সাথে এই খরচ গুলোকে সুন্দরভাবে ব্যবস্থাপনা করতে পারবে সেই সব থেকে ভালো ফলাফল অর্জন করবে এবং বেশি মুনাফা অর্জন করতে পারবে)

১. ক্যাপিটাল এক্সপেন্স - ব্যবসা কে পরিচালনা করার জন্য যে টাকাগুলো একবারই খরচ করতে হয়।

২. অপারেশনাল এক্সপেন্স - ব্যবসা কে প্রতিদিন পরিচালনা করার জন্য যে খরচগুলো করা লাগে।

আর ডিজিটাল পণ্যের ব্যবসায় অপারেশনাল এক্সপ্রেন্স দরকার হয়, ক্যাপিটাল এক্সপেন্সেস অতটা দরকার হয়না, তাই একদম অল্প টাকায় বলতে গেলে বিনামূল্যে ব্যবসা শুরু করে দেওয়া যায়।

অপরদিকে আপনি যদি একটি টি-শার্ট প্রিন্টিং এর বিজনেস শুরু করে দিতে চান তাহলে সেখানে আপনাকে ক্যাপিটাল এক্সপেন্স হিসাবে মেশিন, রং, কাপড়, আসবাবপত্র এবং অন্যান্য প্রয়োজনীয় জিনিসপত্র কিনতে হবে।

এবং এর সাথে আপনাকে অপারেশনাল খরচ জোগাড় করতে হবে কিন্তু আপনি যদি ডিজিটাল পণ্যের ব্যবসা শুরু করেন তাহলে সেখানে শুধুমাত্র অপারেশনাল খরচগুলোকে মনিটর করতে হবে।

আর ডিজিটাল পণ্য এবং সেবায় টেকনোলজি যুক্ত থাকে যার কারণে আপনার ব্যবসায় ১০গুণ মুনাফা বেশি হবে এবং ৩০ গুণ খরচ কম হবে এবং এর সাথে লোকজন অনেক কম লাগে।

তাই আমার ব্যক্তিগত মতামত হবে ব্যবসা শুরু করলে এই ইন্ডাস্ট্রিতে শুরু করুন কারণ এখানে আপনি অল্প সময়ের মধ্যে ভালো ফলাফল অর্জন করতে পারবেন কিন্তু অবশ্যই আপনার বিজনেস করার দক্ষতা থাকতে হবে যেগুলো সম্পর্কে আমার প্রোফাইলে অসংখ্য পোস্ট আপনি পেয়ে যাবেন সেখান থেকে ভালো গাইডলাইন পেয়ে যাবেন আশা করি।

আর যদি আরো তথ্য এবং সাহায্যের দরকার হয় তাহলে কোরা বাংলাতে মেসেজ করার অপশন আছে সেখান থেকে আপনি আমাকে মেসেজ করে আপনার ব্যক্তিগত প্রশ্ন আমাকে জানাতে পারেন।

আমার এই পোস্টটি আপনাদের ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন 🙏 🙏 (হোয়াটসঅ্যাপ, ফেসবুক টুইটার, লিঙ্কডইন, সহ অন্যান্য সোশ্যাল মিডিয়ার বিভিন্ন গ্রুপে) আপনাদের পরিচিত বন্ধু-বান্ধব, আত্মীয়-স্বজনদের মধ্যে আর অবশ্যই Upvote👍 করে আমাকে উৎসাহিত করবেন যাতে আমি পরবর্তীতে এ ধরনের ভাল ভাল পোষ্ট আপনাদের সামনে নিয়ে উপস্থিত হতে পারি।

ব্যবসার পুঁজি, স্বল্প পুঁজি, ক্ষুদ্র ব্যবসা, ব্যবসা পরিকল্পনা, উদ্যোগ, লাভজনক ব্যবসা, অনলাইনে বিক্রি করা, পণ্য উন্নয়ন, বিনিয়োগ পরামর্শ, ব্যবসার আইডিয়া এবং ক্যারিয়ার অরিয়েন্টেড আধুনিক সব কনটেন্ট পেতে আমাকে অনুসরণ করুন যাতে পরবর্তীতে আমার পোস্টগুলো আপনি সবার আগে পেতে পারেন।


Mamun Khan
Mamun Khan
540 Points

Popular Questions