কী পেলে সাফল্য পেয়েছি বলবে সবাই?

1 Answers   12.9 K

Answered 2 years ago

ভালো রেজাল্ট, বড়ো কোম্পানিতে চাকরি/সরকারি চাকরি ,ভালো টাকা ও ঘরে সুন্ধরী বউ থাকলে সবাই বলবে সাফল্য পেয়েছেন। আমাদের সমাজের মানুষজনের কাছে সাফল্যের মাপকাঠি এই পর্যন্তই সীমাবদ্ধ। যদি আপনি মানুষের কাছে দেখানো সাফল্য চান তাহলে এইগুলো অর্জন করলেই হবে।
Abu Toha
abutoha02
108 Points

Popular Questions