Answered 2 years ago
ছবিতে
যাকে দেখতে পাচ্ছেন তার নামটি অজানা কিন্তু,হুট করে তাঁর বিবাহিত স্ত্রীর
সাথে সংসারে টুকটাক ঝামেলা হয়!'ঝামেলার মধ্যে রাগান্বিত হয়ে তাঁর স্ত্রীকে
গালমন্দ করে বসেন!'তাঁর স্ত্রী রাগে অভিমানে বাচ্চাকে নিয়ে বাড়ি থেকে
বের হয়ে যায় সকাল আটটার দিকে!'লোকটির রাগ কমার পর কিছুক্ষণ পরই সে তাঁর
স্ত্রী এবং তাঁর সন্তানকে খুঁজতে থাকে কিন্তু,কোথাও না পেয়ে থানায় গিয়ে
তাঁর স্ত্রী সন্তানকে খুঁজে দেওয়ার জন্য কান্না জড়িত কন্ঠে আকুল আবেদন
করেন!'তখন থানার অফিসার তাঁকে খাওয়ানোর জন্য নিয়ে যাচ্ছিলো কিন্তু,তখন সে
বলছিলো যে "আমার স্ত্রী সন্তানকে ছাড়া আমি কিছু খাবো না আমি আর কখনোই
রাগারাগি করবো না আমার স্ত্রী সন্তানকে খুঁজে এনে দিন"!' এটা হয়তো ভালোবাসা এটাই হয়তো সত্যিকারের ভালোবাসার সংজ্ঞা!'সংসার জীবনে টুকটাক রাগ অভিমান হবে কখনো কখনো ভুল
বুঝাবুঝি রাগ অভিমানটা অনেক দূর চলে যাবে একে অপর থেকে কিছুটা দূরে চলে
যাবে কিন্তু,সত্যিকারের ভালোবাসার টান থাকলে ঠিকই ছবির এই লোকটির মতো
সন্তানকে খুঁজে পাওয়ার পর আনন্দে আত্মহারা হ'য়ে যাবে ভালোবাসা সত্যিই
সুন্দর সত্যিই সুন্দর!'❤️
stshopon publisher