কীভাবে কখনোই বুড়ো না হওয়া যায়?

1 Answers   2.1 K

Answered 3 years ago

আমি মনে করি মানুষ "বুড়ো" হতে শুরু করে যখন তাঁর চিন্তা-ভাবনা, ধ্যান-ধারণা, ও দৃষ্টিভঙ্গির নমনীয়তা হ্রাস পায় কিংবা সম্পূর্ণ চলে যায় । এই পর্যায়ে এসে মানুষ মনে করতে শুরু করে যে দুনিয়া সম্পর্কে তাঁর জ্ঞানলাভ সম্পূর্ণ হয়েছে এবং নতুন করে আর কিছু (অন্ততঃ তাঁর কাছে প্রাসঙ্গিক যা কিছু) তাঁর জানা বাকি নেই । এর ফলস্বরূপ তাঁর মানসিক বিকাশ অবরুদ্ধ হয়ে যায় । তাঁর বর্তমান সত্তা ও দশ বছর পরের সত্তার মধ্যে কোনো পার্থক্য তৈরী হয় না ।


আমার স্বল্প অভিজ্ঞতায় যেটুকু দেখেছি, মানুষের বয়স তাঁর বুড়ো হওয়া বা না হওয়া নির্ধারণ করে না । অল্প বয়সেও কেউ যদি একটা নির্দিষ্ট মানসিকতায় আবদ্ধ হয়ে যায় তবে তাঁর মধ্যে বার্ধক্য ইতিমধ্যেই প্রবেশ করেছে । উল্টোদিকে অনেক বয়সে এসেও যদি কারও মধ্যে জানার আকাঙ্খা থাকে ও নতুন জ্ঞানের ভিত্তিতে নিজের মত পরিবর্তন করার মত বিনয় থাকে তবে তিনি ধন্য কারণ বার্ধক্যের জন্য তিনি কঠিন ঠাঁই ।

আমরা যদি নিজেদের মাঝে-মাঝে স্রেফ এইটুকু মনে করিয়ে দিতে পারি যে হয়তো আমরা যা জানি তাঁর বাইরেও অন্যান্য সম্ভাবনা থাকতে পারে (আর, খুব সম্ভবত, আছে) তবে আমাদের জানার আগ্রহের অপমৃত্যু নাও হতে পারে । আর এই আগ্রহ থেকেই মিলতে পারে জ্ঞানের সন্ধান, জন্মাতে পারে চিন্তাস্ফূরণ, আর পরিবর্তিত হতে পারে আমাদের মনোভাব । জীবনের একঘেয়ে রুটিনের মাঝেও পাওয়া যেতে পারে নতুনত্বের স্বাদ । আর এই নতুনকে গ্রহণ করে নিতে পারাই তো তারুণ্য ।


Ritu Khatun
ritukhatun
336 Points

Popular Questions