কীভাবে আমি গণিতে ভালো করবো? নবম শ্রেণীর গণিতে ভালো করার জন্য কী কী করতে পারি?

1 Answers   5.4 K

Answered 3 years ago

৮ ম শ্রেণিতে গণিত ভীতি কাজ করতো,পারি না এমন মনে হইতো। ৯-১০ তীব্র আগ্রহ নিয়া রেগুলার জেনারেল ম্যাথ সলভ করতাম, ৩০ টা এমসিকিউ তে ২৯ পাওয়ার যোগ্যতা রাখছি। ২ টা টেস্ট পেপারের হাজার খানেক কোশ্চেন সলভ করছি। আমার বন্ধু রা ১০০ তে ১০০ বোর্ড পরীক্ষায় পাইছে....

আপনি বইয়ের প্রথম পৃষ্ঠা থেকে উদাহরণ, সূত্র সহ পড়েন। সূত্র আলাদা নোট করেন এবং অনুশীলনির প্রশ্ন গুলো বুঝে বুঝে সলভ করেন নিজে নিজে।এরপর সাপ্লিমেন্ট, গাইড, প্রশ্ন ব্যাংক তো আছে, টেস্ট পেপার ইত্যাদি সলভ করতে পারেন।

বেসিক কনসেপ্ট ক্লিয়ার রাখেন সঙ্গে গণিতের প্রতি ভালোবাসা, আশা করা যায় পারবেন, আর জ্যামিতি গুলো কোণ,বাহু, নাম ইত্যাদি আগে বেসিক শিখুন, ইউটিউবেে ও আছে।

Rocky Khan
Rocky Khan
547 Points

Popular Questions