কীভাবে আমরা সারাদিন বিষ খাই?

1 Answers   12.4 K

Answered 3 years ago

সকালে ঊঠেই প্রথমে হোয়াটস্যাপে হাই হ্যালো কেমন আছেন দিয়ে শুরু হয় বিষ খাওয়া এবার আমরা চলে যায় ফেসবুক নামক একটি আপেক্ষিক জগতে যেখানে শতকরা সাতানব্বই ভাগ ভুঁয়ো ও মিথ্যা ৷৷ব্যাস বিষের মাত্রা একটু বেড়ে গেল তারপর আমরা বিষ গ্রহণ করি ইনষ্টাগ্রামে যে গ্রামে লোক তো নেই কিন্তু সুখের স্পর্শে গা ভাসানো অনেকেই থাকে যাদের নানা রকম চোখ ঝলকানো মায়াবী সব দৃশ্য আমাদের অন্তরকে বিদীর্ণ করে দেয় ৷৷ বিষের মাত্রা আর একটু বেড়ে গেল তবে এখানেই শেষ নয়

এরপর তো একটু ফান করতে হবে নাকি দেখতে হবে সব আজব ভিডিয়ো চলে গেলাম ইঊটিঊব —এটি হল সে জায়গা যেখানে নব্বই শতাংশ ফ্রীতে বিষ দান করে আর আমরি অমৃতরূপী গরলকে পান করে দিব্বি আনন্দ করি৷৷

বিঃদ্রঃ মজা করে লিখেছি ৷৷ ভুল হলে আমি ক্ষমা প্রার্থী


Nayeem Khan
Nayeem Khan
558 Points

Popular Questions