কিভাবে সুন্দর করে গুছিয়ে কথা বলা যায়?

1 Answers   14.2 K

Answered 3 years ago

সুন্দর করে গুছিয়ে কথা বলার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ হচ্ছে শোনার দক্ষতা ডেভলপ করা। যত বেশি পড়বেন,তত বেশি বলতে পারবেন।কাজেই গুছিয়ে কথা বলার ক্ষেত্রে পড়ার বিকল্প নেই। কথা বলার সময় যার সাথে কথা বলা হচ্ছে তার দিকে না তাকিয়ে অন্যদিকে তাকানোটা এক ধরনের অভদ্রতা এবং অসভ্যতার শামিল।কাজেই এটি মাথায় রাখুন। কথা বলার সময় আত্মবিশ্বাসী হোন। অন্যকে হিট করে এবং আঘাত করে কোন ধরনের নেতিবাচক কথা বলা যাবে না। যাদের সাথে কথা বলছেন তাদের উপর তীক্ষ্ণ নজর রাখুন।পরিস্থিতি ভেদে স্ক্রিপ্ট পরিবর্তন করার মানসিকতা রাখুন। কথা বলা শিল্পকে রপ্ত করতে অনলাইনে এ বিষয়ক কিছু কোর্স করে দেখতে পারেন। শব্দ চয়ন এবং কখন কোন কথাটি বলবেন সেটি গুরুত্বের সাথে বিবেচনায় রাখুন। কথা বলুন স্লো-মোশনে।তাড়াহুড়ো করা যাবে না। শুদ্ধ ও প্রমিতভাবে কথা বলা শিখুন। কথা বলার ক্ষেত্রে আঞ্চলিকতা পরিহার করতে হবে। প্রচুর কথা বলার অনুশীলনের কোন বিকল্প নেই।এক্ষেত্রে কোন পার্টনার খুঁজুন।অথবা কিছু সময়ের জন্য কল সেন্টারগুলোতে পার্ট টাইম জব করতে পারেন।
Ripon Ahmed
Ripon Ahmed
593 Points

Popular Questions