Answered 3 years ago
১.সবার থেকে নিজেকে আলাদা করে রাখতে পারেন৷
২.বেশি বেশি বই পড়া৷পাঠ্যবইয়ের পাশাপাশি অন্যান্য বই পড়া এবং বই পড়ে যা জানতে ও শিখতে পারলেন তা নিজের উপর প্রয়োগ করতে পারেন৷
৩.সবকিছু নিয়ে বেশি বেশি ভাবা৷ এটা কেনো হলো? ওটা কেনো হলো? এটা এমন কেনো? এটা কিভাবে হলো? এসব ভাবতে গিয়ে অন্যদের থেকে আলাদা অর্থাৎ রহস্যময় হতে পারেন৷
৪.একটা গম্ভীর গম্ভীর ভাব বজায় রাখতে পারেন৷
৫.চাইলে নতুন/ পুরাতন কিছু ভেঙ্গে এর নাড়ি- নক্ষত্র বের করে নতুন কিছু আবিষ্কার করতে পারেন৷ ফলাফল আইনস্টাইন,টমাস আলভা এডিসনের মতো বিজ্ঞানীও হয়ে যেতে পারেন
noyonkhan publisher