কিভাবে মুসলিম থেকে হিন্দু হওয়া যায়?

1 Answers   3.7 K

Answered 2 years ago

ইসলাম এমন কোন ধর্ম নয় যে আপনি ইসলামের মধ্যে থেকে যে কোন কাজ করতে পারবেন। এটা আপনার ধর্ম ত্যাগ করতে সাহায্য করবে। কিভাবে? বলি শোনেন।

আপনি মূর্তিপূজা শুরু করা মাত্র ইসলাম থেকে খারিজ হয়ে যাবেন আপনার ইচ্ছা থাক অথবা না থাক ধর্ম ত্যাগ করার। অথবা ইসলামের মৌলিক বিশ্বাস সমূহ কে রিজেক্ট করলে আপনি ইসলাম থেকে খারিজ হয়ে যাবেন। এটা হচ্ছে ইসলাম ছাড়ার পথ।

ইসলাম থেকে কিভাবে বের হবেন সেটা বললাম এখন আসি অন্য ধর্ম গ্রহণের বিষয়ে। আপনি কিন্তু মুসলিম থেকেও হিন্দু হতে পারবেন।

হিন্দু কোন ধর্মের নাম নয় এটা একটা ভৌগোলিক সংজ্ঞা। সিন্ধু নদের অববাহিকায় যারা বাস করে তাদেরকে হিন্দু বলা হয় আরেকটা মজার বিষয় হচ্ছে হিন্দু একটি পার্শিয়ান শব্দ যেটার অর্থ হচ্ছে দাস বা পরাজিত।

বর্তমান ভারতের প্রত্যেকটা মানুষকে হিন্দু বলা যেতে পারে হোক সে সনাতন ধর্মের অনুসারী অথবা মুসলিম অথবা খ্রিস্টান। তাই আপনাকে মুসলিম থেকে হিন্দু হতে গেলে প্রথমত ইসলাম থেকে বের হয়ে যেতে হবে এবং ভারতে জায়গা কিনে থাকতে হবে তাহলে মুসলিম থেকে হিন্দু হতে পারবেন অথবা মুসলিম এবং হিন্দু একসাথে থাকতে চাইলে শুধু মাত্র ভারতের সিটিজেনশিপ প্রয়োজন।

Alamin
Alamin
463 Points

Popular Questions