Answered 3 years ago
5W 1H মেথড এ পড়াশুনা করুন। আমি নিজে একসময় এই মেথডে একাডেমিক পড়াশুনা করে উপকৃত হয়েছিলাম। বিশেষ করে জিম্যাট প্র্যাক্টিস করার সময়। এই 5W 1H মেথডের আরেক নাম রুডিয়ার্ড কিপলিং মেথড। ইংরেজি সাহিত্যের বিশ্ববিখ্যাত কবি, ঔপন্যাসিক রুডিয়ার্ড কিপলিং এই পদ্ধতির উদ্ভাবন করায় তাঁর নামে মেথডটি পরিচিত।
এই মেথড এ আপনার অধীত টপিক এর মধ্যে থেকে পাঁচটি W কোশ্চেন আর একটি H কোশ্চেন দিয়ে প্রশ্ন করে প্রশ্নগুলোর উত্তর খুঁজে বের করুন। এরপর জাস্ট এই উত্তরগুলো মনে রাখার চেষ্টা করুন। এই পাঁচটি W কোশ্চেন হচ্ছে Who (কে), What (কী), When(কখন), Where (কোথায়),Why(কেনো), আর একটি H হচ্ছে How (কীভাবে /কত)৷ পরীক্ষার খাতায় উত্তর লেখার সময়ও এই মেথড অনুসরণ করুন। অর্থাৎ যেকোনো প্রশ্নে আপনার উত্তরে প্রশ্নের প্রয়োজন অনুযায়ী এই পাঁচটি W আর একটি H প্রশ্নগুলোর উত্তর থাকলে সেটা পরীক্ষককে সন্তুষ্ট করতে যথেষ্ট । আশা করি উপকৃত হবেন।
নিচের লিংকে এই মেথডটি সম্পর্কে আরও বিস্তারিত আলোচনা আছে
"The 5W1H Method: Definition & Elements | SafetyCulture" The 5W1H Method: Definition & Elements | SafetyCulture
(আমার Quora বাংলার যেকোনো পোস্ট বা উত্তর যে কেউ শেয়ার করতে পারবেন, তবে অন্য কোনো সোশ্যাল সাইটে কপি করলে দয়া করে সেখানে কার্টেসি দিয়ে আমার নাম -রবি ঠাকুর, Quora বাংলা উল্লেখ করবেন, শুভকামনা সবার জন্য) ।
Moushumi Hamid publisher