কিভাবে বুঝবেন যে আপনি নিজেকে নিজেই ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছেন?

1 Answers   2.6 K

Answered 3 years ago

এইভাবে,

১। অন্যের উন্নতিতে যদি নিজের মনে আনন্দ বোধ না হয়, বিষাদ জাগে,

২। কোনো বিষয়ে, না জেনে, না বুঝে মন্তব্য করায় যদি প্রবল উৎসাহ জাগে,

৩। কুতর্ক করার অভ্যাসে যদি, রাশ টানার ইচ্ছাটি না জাগে,

৪। প্রশংসা করার চাইতে, নিন্দা করার ব্যাপারে যদি অধিক উৎসাহ জাগে,

৫। নিজের জীবনের অবস্থানকে নিজের চাইতে আরো খারাপ অবস্থানে থাকা কারোর সাথে তুলনা করে তৃপ্ত থাকার ইচ্ছে যদি না জাগে, নিজের চাইতে ভালো অবস্থানে থাকা কারোর সাথেই সবসময় তুলনা করে নিজেকে দুঃখ দেয়ার ইচ্ছা যদি জাগে,

৬। জীবনে ঈশ্বর বা আল্লাহ্ যা কিছুই দিয়েছেন, সেটাকেই প্রাপ্তি হিসেবে স্বীকার না করে, অপ্রাপ্তির তালিকা খুঁজে,খুঁজে, নিজেকে বিদ্ধ করার ইচ্ছেটাই যদি জীবনে গুরুত্বপূর্ন হয়ে উঠে,

ধরে নেয়া যেতে পারে, পা এগিয়ে দেয়া হয়েছে যে গন্তব্যের উদ্দেশ্যে,

সে গন্তব্যের নাম,

Rohan Ahmed
rohanahmed
524 Points

Popular Questions