Answered 3 years ago
এই ফাইজলামি শুধুমাত্র ভারতবর্ষে আছে। বাংলাদেশে হচ্ছে সবচেয়ে বেশি। বাংলাদেশের এই লেখাটি যারা পড়ছেন, তাদের মধ্যে যারা ১৯৯৫ সালের আগে SSC পাশ করেছেন তারা এই বিষয়টা মিলিয়ে দেখুন।
সব বিষয়ে ১০০% নম্বর পেতে হবে কেন? কোন হতভাগা, সকল বিষয়ে ১০০% নম্বর পেয়েছে?
১৯৯৫ সালের আগে, SSC পরীক্ষাতে আপনি হয়তো ফার্স্ট ডিভিশন পেয়েছিলেন। ফার্স্ট ডিভিশন হলো ৬০%(+) নম্বর। ওটা হলো GPA 3.5। ফার্স্ট ডিভিশনে পাশ করে, পরিবারের মুখ উজ্জ্বল করেছিলেন। সবাই আপনার প্রশংসা করেছিলো। খুশিতে মিষ্টি বিতরণ করেছিলেন। বাড়িতে ছিলো উৎসব-মুখর পরিবেশ। হ্যাঁ, আপনি GPA 3.5 পেয়েছিলেন।
এখনকার যুগে নিউজ দেখা যায়, GPA 5 না পেয়ে আত্মহত্যা করেছে। সে তো অন্তত GPA 4 পেয়েছিল। তার মানে, যে ছেলেটি আত্মহত্যা করেছে, সে আপনার চেয়ে বেশি নম্বর পেয়েছে।
আপনি যত নম্বর পেয়ে উৎসব করেছিলেন, তার চেয়ে বেশি নম্বর পেয়ে এখনকার ছাত্র আত্মহত্যা করে।
এখনকার ছাত্ররা বোকা, নাকি আপনি বোকা?
১৯৯৫ সালের আগে SSC পাশ করা ছাত্র-ছাত্রী, এখন অভিভাবক হয়েছেন। এখানকার এই পরিস্থিতির জন্য আপনি দায়ী। এগুলো আপনার বোকামি।
আপনারা নিজেদের ছেলে মেয়েদের তাড়া করে GPA 5 এর পেছনে ছুটছেন। এভাবে ওরা এক ধরণের সশ্রম কারাদন্ড ভোগ করছে। শুধুমাত্র উচ্চ নম্বর পাচ্ছে, কিন্তু কিছুই শিখছে না।
দয়া করে, ছেলে মেয়েদের উপরে অত্যাচার বন্ধ করুন। ওরা আপনারই ছেলে মেয়ে।
raselrana publisher