Answered 3 years ago
ফ্রি বলতে কিছু নাই। যে এপগুলা প্রিমিয়াম মানে টাকা দিয়ে কিনতে হয়, সেগুলো যদি আপনাকে কেউ ফ্রি দিয়ে দেয় তবে বুঝে নিবেন সেগুলোতে ভাইরাস আছে। তার চেয়ে Open Office, WPS Office , Libre Office ব্যবহার করতে পারেন। আমি WPS Office ব্যবহার করি। কারণ এতে আমার দরকার মত সব রকমের ফিচার আছে এবং ফ্রি।
Nayeem Khan publisher