কিভাবে ফর্সা হবো?

1 Answers   7 K

Answered 2 years ago

আপনি মুসলিম হলে দৈনিক ৫ ওয়াক্ত নামাজের অজুর পানি আপনার কাজে লাগতে পারে।সাথে তাহাজ্জুদ পড়ে আল্লাহর কাছে বলতে পারেন।কেমিকেল ব্যবহার করে মানুষ ফর্সা হইছে দেখিনি এখনও। একটা কথা মনে রাখবেন,ফর্সাই কিন্তু আসল সৌন্দর্য নয়। নিজের চরিত্র নিয়ে ভাবুন।মনস্তাত্ত্বিক সৌন্দর্য অর্জন করুন।এমনিতেই প্রশংসায় পঞ্চমুখ হবেন। আর মহান আল্লাহ সুবহান ওয়া তায়ালা তো খুশি হবেনই।আর যেখানে আমার,আমাদের আল্লাহ একবার খুশি হয়ে যায়,সেখানে আর আপনাকে ঠেকায় কে? বেলাল (রাঃ) ও কিন্তু কুচকুচে কালো সাহাবি ছিলেন।কিন্তু সেই একদিন আযান না দেয়ার জন্য সূর্য ওঠেনি।পরবর্তীতে তার আযান দেয়ার পরে সূর্য ওঠে।একবার কল্পনা করুন তার মর্যাদা আল্লাহ ও তার নবীর কাছে কতটা উচুতে ছিলো।
Akhi Khatun
akhikhatun
267 Points

Popular Questions