কিভাবে নিজেকে সম্মানীয় করে তোলা যায়?

1 Answers   10 K

Answered 2 years ago

★ কম কথা বলার চেষ্টা করুন।

★ কিছু বলার পুর্বে হিসাব কষে নিন, লাভ হবে নাকি ক্ষতি হবে।

★ কথা বলার সময় গোঁজামিলের আশ্রয় নিবেন না।

★ ঠাট্টার ছলেও মিথ্যা বলবেন না।

★ জনসম্মুখে স্মার্টফোন ব্যবহার করবেন না।

★ নিজের প্রশংসা করবেন না।

★ এমন কিছু বলবেন না, যা নিজে করেন না।

★ সকলকে সম্মান দেওয়ার চেষ্টা করবেন।

★ অন্যকে হেয় করার উদ্দেশ্যে কিছু বলবেন না।

★ সন্দেহ মূলক কথা এড়িয়ে চলুন।

★ আল্লাহর সন্তুষ্টির জন্য সম্মান অর্জন করার চেষ্টা করবেন।

আশা করা যায় এগুলো করলে আপনার সম্মান আল্লাহ বাড়িয়ে দিবেন।

Dorud Uddin
dorududdin
459 Points

Popular Questions