কিভাবে নিজেকে ম্যাচিউর প্রমাণ করবো?

1 Answers   13.3 K

Answered 2 years ago

1. তাদের দৃষ্টিভঙ্গি ভাল যারা mature।

2. তারা ধীরে ধীরে কথা বলে।

3. তারা শান্ত থাকে।

4. তারা তাদের আবেগ এবং চিন্তা নিয়ন্ত্রণ করতে পারে।

5. লোকেরা তাদের সম্পর্কে কী ভাবে তা তারা পরোয়া করে না।

তাই তারা তাই করে যা তাদের খুশি করে।

6. তারা নিজের সাথে ভালো আচরণ করে।

7. তারা মানুষকে সাহায্য করে।

8. তারা নিজেদের সঙ্গ বেশ ভালোভাবেই উপভোগ করে।

9. তারা চোখে চোখ রেখে কথা বলতে জানে।

10. তারা ভাল পোষাক পরিধান করে।

11. তারা তাদের স্বাস্থ্যের যত্ন নেয়।

12. তারা লোকেদের উত্সাহিত করতে পারে ভালো কাজের জন্য এবং তারা লোক দেখানো কাজ করে না।

ম্যাচিউর লোকের মধ্যে এর সব গুণ থাকতে হবে এমন কোন কথা নেই। কিছু গুণ থাকতে পারে আবার নাও পারে। আবার এর তুলনায় বেশিও থাকতে পারে।

Raha
Raha
230 Points

Popular Questions