কিভাবে গরিব মানুষকে সাহায্য করা যায়?

1 Answers   9.7 K

Answered 2 years ago

কাউকে সাহায্য করতে গেলে প্রথমত মন লাগে, সাহায্য করার মনমানসিকতা থাকতে হবে আপনার কাছে যদি ১০ টাকা থাকে তাহলে ৫ টাকা আপনার প্রয়োজনে রেখে আর ৫ টাকা দান করুন, অসহায়কে সাহায্য করলে অর্থ কমে না, কোন না কোন এক পাশ থেকে সেটা পুরন হয়ে যায় বরং আরো বেশি আসে কিন্তু আমরা সেটা বুঝতে পারিনা,

একদা এক দরিদ্র ব্যক্তি জ্ঞানীকে জিজ্ঞাস করলোঃ "আমি এতো দরিদ্র কেন?"

জবাবে জ্ঞানী বললেনঃ "কারন তুমি দান কর না এবং করতেও জানো না।"

তারপর দরিদ্র ব্যক্তি বললঃ "আমার তো দান করার মত কিছুই নেই"।

অতঃপর জ্ঞানী বললেনঃ "দান করার মত অনেক জিনিস আছে তোমার কাছে, যা কারো কাছেই কম নেই (অর্থাৎ তা ধনী-গরীব সবার কাছেই সমপরিমাণ থাকে)। আর তা হল..

#চেহারাঃ যা দ্বারা তুমি সুখ ও আনন্দের হাসি উপহার হিসেবে অন্যদের দিতে পারো।

#মুখঃ যা দ্বারা তুমি মাধুর্যপূর্ণ উৎকৃষ্ট কথা বলে মানুষকে আনন্দ ও উৎসাহ প্রদান করতে পারো।

#হৃদয়ঃ যা তুমি আন্তরিকতা ও উদারতা দ্বারা অন্যদের জন্য উন্মুক্ত করে দিতে পারো।

#চোখঃ যা দ্বারা তুমি দয়া ও ভালবাসার সাথে অন্যদের দেখতে পারো।

#দেহঃ যা দ্বারা তুমি নিজের শ্রমের মাধ্যমে অন্যদের সাহায্য প্রদান করতে পারো।

আর তাই তো তুমি একেবারেই গরীব নও। মূলত হৃদয়ের দারিদ্রতাই প্রকৃত দারিদ্রতা (অর্থাৎ আর্থিক দারিদ্রতা মূল দারিদ্রতা নয়)।"

Sabbir Ahmed
sabbir
174 Points

Popular Questions