কিভাবে কাউকে আপন মনে করানো যায়?

1 Answers   2.1 K

Answered 2 years ago

মানুষকে তার নাম ধরে সম্বোধন করুন। মানুষের নাম তার নিকট খুবই গুরুত্বপূর্ণ বিষয়।

মানুষটির কাম্য পরিমাণে প্রশংসা করুন।

কেউ বিপদে পড়লে তাকে সঙ্গ দিন।

কারো কাছে টাকা না থাকলে তার প্রিয় হওয়ার উপায় হচ্ছে তাকে টাকা ধার দেয়া।

মানুষটির মানসিকতার সাথে নিজেকে একাত্ম্য করুন।

মানুষটিকে অনুপ্রাণিত করুন।

ইতিবাচক কথা বলুন।

তাকে পর্যাপ্ত সাহস দিন।

তাকে মন থেকে ভালবাসুন।

কথা বলুন আত্মবিশ্বাসের সাথে।

পজিটিভ অ্যাটিটিউড শো করুন।

চোখে চোখ রেখে কথা বলুন।

Shariar Anu
shariaranu
179 Points

Popular Questions