কিভাবে কঠোর পরিশ্রমে অভ্যস্থ হবো? আমি এসএসসি ২০২৩ ক্যান্ডিডেট, সাইন্স গ্রুপ।

1 Answers   5 K

Answered 2 years ago

১। মনে রাখবেন, এদেশে সাইন্সে ভাল ফলাফল এবং ভাল হওয়া ছাড়া কোন বিকল্প নেই।


২। হাতঘড়ি ব্যবহার করুন।


৩। সোশ্যাল মিডিয়া যেমন ফেসবুক, ইউটিউব বা কোরা সব পরিহার করার অভ্যাস করুন। যত তাড়াতাড়ি করবেন ততই ভাল।


৪৷ রাত্রে তাড়াতাড়ি ঘুমান। রাত্র জেগে পড়লে দিনে দুর্বল লাগবেই।


৫। সময় বাচানোর চেষ্টা করুন। বন্ধুত্ব কমিয়ে যাকে যাকে কাজে লাগবে ঠিক তাকেই রেখে দিন৷


৬। সকালে বা রাত্রে ব্যায়াম করুন


৭। মুসলিম হলে ৫ ওয়াক্ত নামাজ পড়ুন। আপনার দায়িত্ব আল্লাহ নিয়ে নিবে।

Nahiyan Bin Josim
nahiyan
315 Points

Popular Questions