Answered 2 years ago
ঠাণ্ডা হও।
একটু বুঝতে চেষ্টা কর! - Come on
তোমাকে একটা প্রশ্ন করতে পারি?
ও দুঃখিত আপনি তো আমাকেই প্রশ্ন করেছেন তো শুরু করা যাক।
রাস্তায় একটি ছেলে আর একটি মেয়ে ধাক্কা খেল। তারপর দুজন বাসায় গিয়ে যে যার ফেসবুক ওয়াল থেকে স্ট্যাটাস দিল এভাবে
ছেলের স্ট্যাটাস : লোডশেডিংয়ের সময় রাস্তায় হাঁটতে গিয়ে অন্ধকারে একটা মেয়ের সঙ্গে ধাক্কা খেলাম। মেয়েটা দেখতে কেমন জানি না। তবে খুব খারাপ লাগছে।
মেয়ের স্ট্যাটাস : উফ সুন্দরী মেয়ে দেখলেই ছেলেরা গায়ে পড়ে এসে ধাক্কা খায়! একটু আগে রাস্তায় একটা স্টুপিড এসে আমাকে ধাক্কা দিয়ে গেল। এখন ব্যথায় সারা শরীর টন টন করছে।
এখন কে মিথ্যা আর কে সত্যি লিখছে ক্যামনে বুঝবেন?
তো যাই হোক
ছোটবেলায় ধাঁধা টাইপের প্রশ্নের মুখোমুখি হতাম প্রায়ই। যেমন কোন খালে পানি নাই? উত্তর- রাখাল। কোন্ চুড়ি পরা যায় না? উত্তর- খিচুড়ি।
সেসব প্রশ্নের ধারাবাহিকতায় বর্তমান পরিস্থিতি বিবেচনা করে নতুন একটা প্রশ্ন বানানো যেতে পারে এভাবে- কোন টি তথা চা টি-ব্যাগ আকারে বাজারে পাওয়া যায় না? উত্তর- পল্টি। তবে পল্টি জিনিসটা বাজারে ব্যাগ বা প্যাকেট আকারে না-পাওয়া গেলেও বিশেষ একজনের ভাণ্ডারে এটি পর্যাপ্ত পরিমাণে রয়েছে। এই বিশেষ একজনটা কে, নিশ্চয়ই ঘটা করে বলার প্রয়োজন নেই।
স্কুলজীবনে অসংখ্য পল্টিবাজের সঙ্গে আমার ওঠা-বসা ছিল। তাদের দু-একজনের কথা না বললেই নয়। আমাদের এক বন্ধুর নাম ছিল প্রিন্স (ছদ্মনাম) । আমরা তাকে জিন্স বলে খেপাতাম। এই প্রিন্স ওরফে জিন্স ছিল ইঁচড়েপাকা ক্যাটাগরির পাবলিক। ওই বয়সেই প্রেম করার ধান্দায় থাকত। প্রেম করতে গিয়ে আবার পল্টিও মারত। একটা ঘটনা স্মরণ করা যেতে পারে। পাশের স্কুলের এক মেয়ের সঙ্গে সে কিছুদিন প্রেম চালাল। কয়েক দিন পর দেখি, আরেকজনের সঙ্গে বসে বাদাম খাচ্ছে। তাকে আড়ালে ডেকে এনে জিজ্ঞেস করলাম কাহিনী কী। এই মেয়ের সঙ্গে বসে বাদাম খাচ্ছ কেন? প্রিন্সের সোজা উত্তর- আসলে হয়েছে কী, আমি এ দিক দিয়ে যাচ্ছিলাম। হঠাৎ এই মেয়েটা আমাকে ডাক দিয়ে বলল সে নাকি দশ টাকার বাদাম কিনেছে। কিন্তু একা শেষ করতে পারছে না। তাই আমাকে বলল বাদাম শেষ করার কাজে তাকে হেল্প করার জন্য। প্রিন্সের কথায় ওই বয়সেই আমার মধ্যে এই উপলব্ধি হয়েছিল পল্টিবাজদের অজুহাতের অভাব হয় না।
সময় যাচ্ছে বিভিন্ন জিনিস নিয়ে গবেষণা হচ্ছে মানুষ কিভাবে মিথ্যা বলে এ বিষয়ে বহুৎ গবেষণা আছে, সেগুলো পড়েছেন নিশ্চয়, কোরাতে ও পাবেন। মানুষ এগুলো দেখে মিথ্যা বলা শিখছে যেন মিথ্যা বলার সময় ফেঁসে না যায় এবং ধরা না পড়ে, তাই তো এখন কোন সংখ্যা দিয়ে কোন সংজ্ঞায় ফেলে কেউ যে আপনাকে মিথ্যা বলছে সেটা জানা… সেটা জানা আমার মতে অসম্ভব।
কে যেন বলেছিল পৃথিবীটা রঙ্গমঞ্চ আমরা সবাই অভিনেত
ভালো থাকবেন।
Masum publisher