কিভাবে এইডস আক্রান্ত নারী থেকে পুরুষ প্রোটেকশন ছাড়া সঙ্গমের মাধ্যমে আক্রান্ত হয়, পুরুষ শরীরে তো কিছু প্রবেশ করে না? ধন্যবাদ।

1 Answers   6.1 K

Answered 2 years ago

এইচআইভি, যে ভাইরাসটি এইডস সৃষ্টি করে, তা পুরুষের শরীরে কোনো শারীরিক তরল প্রবেশ না করে সহবাসের মাধ্যমে একজন নারী থেকে একজন পুরুষের মধ্যে সংক্রমিত হওয়া সম্ভব নয়। এইচআইভি প্রাথমিকভাবে রক্ত, বীর্য, যোনিপথের তরল এবং বুকের দুধের মতো শারীরিক তরল বিনিময়ের মাধ্যমে ছড়িয়ে পড়ে। যৌন মিলনের সময়, যৌনাঙ্গ, মুখ বা মলদ্বারে ছোট ছোট কাটা বা ঘা দিয়ে শারীরিক তরল শরীরে প্রবেশ করতে পারে। তাই, এইচআইভি সংক্রমণের ঝুঁকি কমাতে যৌন কার্যকলাপের সময় সুরক্ষা, যেমন কনডম ব্যবহার করা গুরুত্বপূর্ণ।

Monika Ahmed
monikaahmed
433 Points

Popular Questions