কিভাবে ইলন মাস্কের চেয়ে নিজেকে সম্পদশালী হিসেবে প্রতিষ্ঠা করতে পারি?

1 Answers   11.8 K

Answered 3 years ago

সত্যি কথা বলতে, বাংলাদের মতো একটি দেশে থেকে ইলন মাস্ক কেনো, বিলিয়ন ডলার ক্লাবে প্রবেশ করাটাও অসম্ভব। আর এখানে যে পরিমানে দুর্নীতি, আপনি উপরে উঠতেই পারবেন না। আপনাকে টেনে হিঁচরে নিচে নামিয়ে আনা হবে। সেই সাথে রাজনীতির মারপ্যাঁচ তো আছেই। তাই নিছক কল্পনা বাদ দিন অথবা কোনোভাবে বাংলাদেশ থেকে বের হয়ে অন্য দেশে চলে যান। ইলন মাস্ক না হতে পারলেও কাছাকাছি কেউ হবেন।

ইন্ডিয়াতে হিউজ মার্কেট থাকা সত্ত্বেও ইন্ডিয়ায় বিলিওনিয়ার হওয়াটাও টাফ। আপনাকে সরাসরি আমেরিকান মার্কেট ধরতে হবে। আমরা সাধারণত ইংরেজি বলতে গেলেই গুলিয়ে ফেলি, সামান্য অ্যামেরিকান অ্যাকসেন্ট শিখতে পাঁচ দশ বছর লেগে যায়।

আর সবচেয়ে বড়ো কথা হচ্ছে ইলন মাস্ক ঘরে ঘরে হয় না। হয় ওই একজন আর আমরা সবাই তাকে ধরতে গিয়ে নিজেদের পরিচয় হারিয়ে ফেলি। ইলন মাস্ক যে পরিমানে ব্যর্থ হয়েছে তার একটা ফেস করতে গেলে আমাদের মতো সাধারণ মানুষ হার্ট অ্যাটাক করে মারা যাবে। আর সে যে পরিমানে বুদ্ধি তার ভেতরে জমা রাখে ওই পরিমান বুদ্ধি একজনের ভেতরে থাকাটাও একরকম অসম্ভব। আর তার ভেতরে রয়েছে প্রচুর ধৈর্য ও সাহস। একজন মানুষের ভেতরে এত কিছু থাকা সত্ত্বেও এখানে আসতে তাকে অনেক পথ পেরোতে হয়েছে।

আমরা ইলন মাস্ক, জেফ বেজোস কিংবা ওয়ারেন বাফেট কোনোদিন হতে পারবো না। কারণ ওরা ওদের যায়গাটা ধরে রাখছে। তার চেয়ে নিজের পরিচয়ে পরিচিত হয়ে ক্ষুদ্র কেউ হলেও সেটা সৌভাগ্যের।

Sojib Shariar
sojibsahriar
503 Points

Popular Questions