Answered 3 years ago
ইমেজ অপ্টিমাইজেশান হচ্ছে কোয়ালিটি নষ্ট না করে আপনার ছবির ফাইলের সাইজ যতটা সম্ভব কমানো, যাতে করে ওয়েবসাইটের পেজ লোড হতে সময় কম নেয় । এটি ভিজিটরকে সাইটে থাকতে সাহায্য করে ।
ছবির সাইজ কমানোর জন্য,
প্রথমে, ছবির প্রকৃত সাইজ কমিয়ে নিন ডিফল্ট ফটো এডিটর দিয়ে । ওয়ার্ডপ্রেস বা ব্লগার ওযেবসাইটগুলির জন্য সবচেয়ে ভালো সাইজ হচ্ছে, ৩০০*২৫০, ৯৭০*২৫০, ৯৫০*৪৫০, ১২৮০*৭২০, ইত্যাদি ।
আপনার ছবিটি যদি JPEG, JPG, PNG ইত্যাদি ফরম্যাটের হয়, তবে গুগলে যান এবং JPEG, JPG, বা PNG Compress Images লিখে সার্চ করুন । তারপর কাঙ্খিত ছবিটি কম্প্রেস করে নিন ।
পুনরায় JPEG, JPG, বা PNG To WebP লিখে গুগলে সার্চ করুন । যেকোন ওয়েবসাইটে প্রবেশ করুন এবং ছবিটির JPEG, JPG, বা PNG ইত্যাদি ফরম্যাট থেকে WebP ফরম্যাটে কনভার্ট করে ফেলুন ।
উদাহরণ হিসেবে নিচের ছবিটি দেখতে পারেন...
Azhar Ali publisher